বাংলাদেশকে ৭ উইকেটে পরাস্ত করে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্ন। বাংলাদেশ বিশ্বকাপের প্ৰথম দল হিসাবে সেমিফাইনালের বাইরে ছিটকে গেল। পাকিস্তান আপাতত কীভাবে শেষ চারে পৌঁছতে পারে, দেখে নেওয়া যাক:
বর্তমানে পাকিস্তানের অবস্থান:
টানা চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে পাকিস্তান নিজেদের তৃতীয় জয় পেল মঙ্গলবার। আফগানিস্তানকে টপকে পাকিস্তান আপাতত পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে। আফগানিস্তানের মতই পাকিস্তানের সংগৃহীত ছয় পয়েন্ট। তবে আফগানিস্তান একটি ম্যাচ কম খেলেছে পাকিস্তানের তুলনায়। পাকিস্তান শেষ দুই ম্যাচে খেলবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে। দুটো ম্যাচ-ই মাস্ট উইন।
পাকিস্তানের ভাগ্য কি নিজেদের হাতে:
পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছনোর জন্য অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে। সর্বোচ্চ পাকিস্তান ১০ পয়েন্টে পৌঁছতে পারে।
পাকিস্তান আপাতত ভারতের 'সমর্থক':
হ্যাঁ, আগামী বৃহস্পতিবার পাকিস্তান প্রার্থনা করবে যেন শ্রীলঙ্কাকে ভারত হারায়, এতে শ্রীলঙ্কান বিশ্বকাপ অভিযান সরকারিভাবে শেষ হয়ে যাবে। এর অর্থ, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালের পৌঁছনোর দাবিদার থাকা এক দলের ছুটি। এতে পাকিস্তান খুশিই হবে।
আফগানিস্তানের স্বপ্নের দৌড় বন্ধের প্রার্থনায় পাকিস্তান:
আফগানিস্তান যদি নিজেদের বাকি তিন ম্যাচের তিনটিই জিতে জায়েজ তাহলে জোড়া জয় স্বত্ত্বেও আফগানদের সঙ্গে পয়েন্ট তালিকায় পেরে উঠবে না পাকিস্তান। তাই নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে জয়ের পাশাপাশি পাকিস্তান চাইবে আফগানরা যেন তাঁদের শেষ তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে। আফগানিস্তান শেষ তিন ম্যাচে মোকাবিলা করবে নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। এতে আফগানিস্তান আট পয়েন্টে আটকে থাকবে। আফগানিস্তান শেষ তিন ম্যাচের দুটোতে জিতলে ১০ পয়েন্ট অর্জন করবে। সেক্ষেত্রে নেট রানরেট বিচার্য হবে।
এটাও কি পর্যাপ্ত?
নাহ, পাকিস্তানের আরও সাহায্যের প্রয়োজন। পয়েন্ট টেবিলে ২,৩ এবং ৪ নম্বরে থাকা টিমের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য। দক্ষিণ আফ্রিকা আর একটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল পাকা করে ফেলবে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার শেষ চারের জায়গা নিশ্চিত করার জন্য আরও দুটো জয়ের প্রয়োজন। এই দলগুলির মধ্যে পাকিস্তানকে শেষ ল্যাপে খেলতে হবে কিউইদের বিপক্ষে। যেন তেন প্রকারে পাকিস্তানকে এই ম্যাচ জিততেই হবে। সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তান চাইবে প্রোটিয়াজদের জয়। সেই সঙ্গে কিউইরা যাতে শ্রীলঙ্কার কাছেও হেরে বসে সেটাও চাইবেন বাবর আজমরা। ব্ল্যাক ক্যাপসরা যদি শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে জেতেন, তাহলে ১০ পয়েন্টে তাঁরা ফিনিশ করবে। সেক্ষেত্রে নেট রান রেটে পাকিস্তানের সঙ্গে ভাগ্য নির্ধারিত হবে তাঁদের।
আর কোনও দল কি সাহায্যের হাত বাড়াতে পারে?
অবশ্যই, দক্ষিণ আফ্রিকা যদি শেষের তিন অবশিষ্ট ম্যাচ টানা হেরে বসে, তাহলে ১০ পয়েন্টে ফিনিশ করবেন বাভুমারা। যেই সংখ্যায় পাকিস্তান পৌঁছতেই পারে। তারপর হঠাৎ করেই ফর্মে ফিরে আসা অস্ট্রেলিয়াও ১০ পয়েন্টে ফিনিশ করতে পারে। তবে অস্ট্রেলিয়ার শেষ ল্যাপে প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ। ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে অজিদের। পাকিস্তানের দৃষ্টিকোন থেকে বলা যায়, বাবর আজমরা চাইবেন অস্ট্রেলিয়া যেন আফগানিস্তানকে হারায়। এবং ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে হার হজম করে। যাতে ১০ পয়েন্টে আটকে থাকে ক্যাঙারুরা। তখন নেট রানরেট বিবেচ্য হবে।