ফাইনালে হৃদয়বিদারক হারের পর ভারতীয় ড্রেসিংরুমে শোকের ছায়া। চোখের জলে মাঠ ছেড়েছিলেন কোহলি, রোহিত, সিরাজরা। মন খারাপের সেই ঢেউ আছড়ে পড়ছে টিম ইন্ডিয়ার অন্দরমহলেও। আর ভারতীয় তারকাদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে হাজির হয়ে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার হাইভোল্টেজ ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ান ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেস-এর সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী জয় শাহের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাচের পর প্রধানমন্ত্রী বিশ্বজয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্সের হাতে ট্রফিও তুলে দেন।
সোমবার ভারতের পরাজয়ের পর রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন। ড্রেসিংরুমে নরেন্দ্র মোদির বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায় সঙ্গেসঙ্গেই। যে ছবিতে মোদিকে দেখা যাচ্ছে একাধিক ভারতীয় তারকাকে সান্ত্বনা দিতে।
শামি লিখেছেন, "দুর্ভাগ্যজনকভাবে গতকাল দিনটা মোটেই ভালো ছিল না আমাদের জন্য। দলকে সমর্থনের জন্য সকল ভারতীয়কে ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ধন্যবাদ ড্রেসিংরুমে এসে আমাদের উৎসাহিত করার জন্য। আমরা শীঘ্রই কামব্যাক করব।" মহম্মদ শামি টুর্নামেন্ট ফিনিশ করলেন ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি।
জাদেজা নিজের পোস্টে লিখলেন, "আমাদের টুর্নামেন্ট দারুণ গেল। অল্পের জন্য শেষ হল না। আমাদের সকলের হৃদয় ভেঙে গিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রেসিংরুমে আসা আমাদের আরও চাঙ্গা করে দিয়েছে।"
আরও পড়ুন- কোহলি-রাহুলের বউকে তীব্র অপমান হরভজনের! বিতর্কের দাবানল জ্বলল ওয়ার্ল্ড কাপ ফাইনালে
যাইহোক, অস্ট্রেলিয়া এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। প্যাট কামিন্স দুবার বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকলেন। ২০১৫-র পর ২০২৩-এও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তারকা পেসার।