Advertisment

রশিদ খানের ১০ কোটি জরিমানার টাকা কি তিনিই ভরছেন! অবশেষে মুখ খুললেন রতন টাটা

রশিদ খানকে নিয়ে সরাসরি মুখ খুললেন রতন টাটা

author-image
IE Bangla Sports Desk
New Update
ratan-tata-rashid

রতন টাটা এবং রশিদ খান (টুইটার)

বড়সড় খবর রটে গিয়েছিল। দেশের একাধিক প্রচারমাধ্যমে দাবি করা হয়েছিল, টাটার কর্ণধার রতন টাটা নাকি রশিদ খান সহ আফগানিস্তান ক্রিকেট দলকে আর্থিক সাহায্য দিচ্ছেন। আইসিসির তরফে নাকি জরিমানা করা হয়েছে আফগান দলকে।

Advertisment

কেন? বলা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর আফগানিস্তানের সুপারস্টার রশিদ খান নাকি পাকিস্তানকে ব্যঙ্গ করার জন্য ভারতীয় পতাকা হাতে সেলিব্রেশনে মেতেছিলেন। সেই জন্যই নাকি আইসিসির তরফে আফগান স্পিনারকে ৫৫ লক্ষ টাকা জরিমানা করে।

এরপরেই সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমে বলা হয়, রতন টাটা নাকি নিজের উদ্যোগে এই জরিমানার অঙ্ক মেটাতে উদ্যোগী হয়েছিলেন। তিনি ১০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এমন খবর হুহু করে দাবানলের মত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই বিষয়ে রতন টাটা টুইট করতে বাধ্য হন। বলে দেন, এরকম কোনও প্রতিশ্রুতি তিনি করেননি।

সরাসরি টুইট করে এমিরেটাস অফ টাটা সন্স-এর চেয়ারম্যান লিখে দেন, "আইসিসির কাছে অথবা কোনও ক্রিকেট সংস্থা, ক্রিকেটারকে কোনও জরিমানা, আর্থিক বিষয়, পুরস্কার সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিইনি। ক্রিকেটের সঙ্গে আমার কোনও যোগাযোগ-ও নেই। হোয়াটসআপের চালাচালি করা বার্তা বা ভিডিওয় বিশ্বাস করবেন না। যতক্ষণ না কোনও ঘোষণা আমার সরকারি প্ল্যাটফর্ম থেকে বিবৃতি দেওয়া হচ্ছে।"

ওয়ানডেতে এর আগে একবার-ও পাকিস্তানকে হারাতে পারেনি আফগানিস্তান। ৭ বারের মুখোমুখি সাক্ষাতে সাতবার-ই হার হজম করতে হয়েছিল। তবে সেই পরিসংখ্যান বদলে গেল সোমবার। চলতি টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। এর আগে ইংল্যান্ডকে হারিয়েছে আফগান বাহিনী। সবমিলিয়ে বিশ্বকাপে তিনটে জয়ের সাক্ষী থাকল তাঁরা। ২০১৫-য় স্কটল্যান্ডকে হারায় আফগানরা। ২০১৯-এর বিশ্বকাপ সংস্করণে একটি ম্যাচ-ও জিততে পারেনি তাঁরা। তবে এবার জোড়া জয় এল দুই হেভিওয়েট দেশের বিপক্ষে। আগামী সোমবার পুনেতে আফগানিস্তান পরবর্তী ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

২৮৩ রানের টার্গেট চেজ করতে নেমে আফগানিস্তান তারকা ওপেনিং পার্টনারশিপে রহমনুল্লাহ গুরবাজের (৬৫) সঙ্গে ১৩০ রান তুলে দেন। গুরবাজ আউট হয়ে গেলেও তিনে নামা রহমত শাহের সঙ্গে আরও একটা ৬০ রানের পার্টনারশিপ গড়ে যান। এরপরে হাসান আলির বলে ইব্রাহিম জাদরান আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে ৯৬ রানের ম্যাচ-জয়ী পার্টনারশিপ গড়েন ক্যাপ্টেন হাসমাতুল্লাহ শাহিদি এবং রহমত শাহ।

ICC Rashid Khan Cricket World Cup ICC Cricket World Cup ratan tata Afghanistan Afghanistan Cricket Team
Advertisment