Advertisment

বিশ্বকাপ থেকেই হয়ত ছিটকে যাচ্ছেন টিম ইন্ডিয়ার সেরা অস্ত্র! বদলে সোনাজয়ী তারকারা হয়ত রোহিতের দলে

ধাক্কার পর ধাক্কা টিম ইন্ডিয়া দলে

author-image
Subhasish Hazra
New Update
team-india

টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে ভারত বনাম আফগানিস্তান। সেই ম্যাচেই জাতীয় নির্বাচকরা সাক্ষাৎ করেছেন মাঠের ধারে সাইডলাইনে। প্ৰথম ম্যাচে দুরন্ত জয় পেয়েও ভারত এখন রীতিমত ব্যাকফুটে। শুভমান গিলের শারীরিক অবস্থা সমস্যায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। বুধবার আফগানিস্তান ম্যাচ চলার সময়েই নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন শুভমান গিলকে বাকি টুর্নামেন্টের জন্য ভাবা হবে কিনা!

Advertisment

তিরুবন্তপুরম-এ প্রস্তুতি ম্যাচের পর চেন্নাইয়ে হোটেলেই বন্দি হয়েছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেননি তিনি। ২৪ ঘন্টা আগেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার আফগানিস্তান ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তাই জাতীয় দলের সঙ্গে দিল্লি যাননি তরুণ তুর্কি। এমনকি শনিবার ১৪ অক্টোবর পাকিস্তান ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছিল, ডেঙ্গিতে প্লেটলেট কমে গিয়ে বেশ অসুস্থ তিনি। দুর্বলতা রয়েছে। তাই সোমবার রাতে প্রবল ক্লান্তির অভিযোগ করায় তড়িঘড়ি চেন্নাইয়ের রেবতি হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সারা রাত হাসপাতালেই ছিলেন তিনি। সকালে একপ্রস্থ পরীক্ষা নিরীক্ষা করা হয় তারকার। চিকিৎসকদের তরফে গিলকে আপাতত ৪৮ ঘন্টার পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফের একবার তাঁর অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। সাধারণ ক্ষেত্রে ডেঙ্গি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে নূন্যতম তিন সপ্তাহ প্রয়োজন।

পাক ম্যাচে তাঁকে পাওয়া না যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি বোর্ড। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, গিলের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। অরুণ জেটলি স্টেডিয়ামে নির্বাচকরা আপাতত ঠিক করবেন আপদকালীন পরিস্থিতিতে গিলের ব্যাক আপ হিসাবে অন্য কোনও তারকাকে ডেকে নেওয়া যায় কিনা! টিম ম্যানেজমেন্টের তরফে অনুরোধ এলে রুতুরাজ গায়কোয়াড এবং যশস্বী জয়সোয়ালের মধ্যে একজনই দ্রুত দলে ঢুকিয়ে নেওয়া হতে পারে ব্যাক আপ হিসাবে। এশিয়ান গেমসে প্রথমবার যে ভারতীয় দল সোনা জিতেছে, সেই দলের সদস্য ছিলেন দুজনেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এই প্ৰথমবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে জানানো হয়, গিল ডেঙ্গিতে আক্রান্ত। সোমবারই টিম ইন্ডিয়া চেন্নাই থেকে দিল্লি রওনা দিয়েছে পরবর্তী ম্যাচ খেলার জন্য। দলের সঙ্গে রাজধানীতে যাননি গিল।

BCCI Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team Shubman Gill
Advertisment