শচীনের মত কিংবদন্তি স্ট্যাটাস পেয়ে গিয়েছেন। মাস্টার ব্লাস্টারের সঙ্গে একই আসনে বসে পড়েছেন কিং কোহলি। আর শচীনের মতই বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট। ফাইনালের মহারণের আগে গুরু শচীনের হাত থেকেই সেরা স্বীকৃতি পেয়ে গেলেন বিরাট কোহলি।
টসের আগে দুই দলের ক্রিকেটাররা যখন হাডল করছেন, ওয়ার্ম আপে ব্যস্ত, সেই সময়েই শচীন কোহলির হাতে তুলে দিলেন নিজের দুর্মূল্য জার্সি। যে জার্সি গায়ে ওয়ানডে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন লিটল মাস্টার। সেই জার্সির মালিকানা দিয়ে দিলেন নিজের উত্তরসূরিকে। ২০১২-য় শচীন ওয়ানডের শেষ ম্যাচ খেলেন।
সেই স্মৃতিমাখা জার্সির মায়া ত্যাগ করে শচীন দিয়ে দিলেন বিরাটকে। ফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি ৪৯ শতরান পেরিয়ে করেছেন ওয়ানডের ৫০তম শতরান। পেরিয়ে গিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ কিংবদন্তিকে। এমন একজনের হাতেই যে তাঁর জার্সি সুরক্ষিত থাকবে, সেটা উপলব্ধি করতে পেরেই কোহলিকে সেরা উপহার দিলেন শচীন। মহারথীর বিদায়ী ওয়ার্ল্ড কাপে বিরাট মহা-দায়িত্ব পালন করেছিলেন। কাঁধে তুলে নিয়েছিলেন শচীনকে। আইকনিক সেই দৃশ্যের সাক্ষী থেকেছিল ক্রিকেট বিশ্ব।
বিশ্বকাপের ইতিহাসেও গুরু-শিষ্যের দাপট। শচীনের পর ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি রানের মালিক আপাতত বিরাট কোহলি। আহমেদাবাদে ব্যাটিং করার সময় কোহলি পেরিয়ে গিয়েছেন এই তালিকায় অন্য এক কিংবদন্তি রিকি পন্টিংকে। রিকি পন্টিংয়ের পর ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি রানের মালিক রোহিত শর্মা। রয়েছেন চতুর্থ স্থানে।
কোহলি একটি সংস্করণের ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি রান করার তালিকাতেও পেরিয়ে গিয়েছেন শচীনকে। তিনটে হান্ড্রেড সহ ৭০০ প্লাস রান করে ফেলেছেন এই ওয়ার্ল্ড কাপেই। কোহলি যদি রবিবারে শতরান করেন, তাহলে প্ৰথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেঞ্চুরির নজির গড়বেন তিনি। এর আগে ওয়ার্ল্ড কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক রয়েছেন গৌতম গম্ভীর। যিনি ২০১১-য় করেছিলেন ৯৭ রান।