ইজরায়েলে মৃত্যু মিছিল করে দিয়েছিল হামাস জঙ্গিরা। তারপর পাল্টা প্রত্যাঘাত করে সমুচিত জবাব দিয়েছিল নেতানিয়াহুর দেশ। ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বে এখনও উত্তাল বিশ্ব রাজনীতি। সেই ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত এবার হাজির বিশ্বকাপ ফাইনালে। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাপক আতঙ্কের জন্ম দিয়ে এক সমর্থক প্যালেস্টাইনের পতাকা নিয়ে সরাসরি পতাকা নিয়ে চলে গেলেন কোহলির কাছে।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে আহমেদাবাদ ঘিরে। সাজো সাজো রব চতুর্দিকে। জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। এর মধ্যেই কীভাবে হামাস জঙ্গিদের দেশ প্যালেস্টাইনের পতাকা হাতে কোহলি কাছে হাজির হলেন সেই সমর্থক, ভেবে কুলকিনারা পাচ্ছেন না নিরাপত্তা আধিকারিকরা। সেই সমর্থকের টি শার্টে লেখা ছিল, 'ফ্রি প্যালেস্টাইন', 'স্টপ বম্বিং গাজা' শব্দবন্ধনী। মুখে ছিল প্যালেস্টাইন পতাকার মাস্ক। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধও রাখতে হয়।
নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সেই সমর্থক চলে যান কোহলির কাছে। তারপর জড়িয়ে ধরেন তাঁকে। কোহলিও এমন কাণ্ডে হতভম্ভ হয়ে যান। পরে নিরাপত্তা কর্মীরা বের করে দেন সেই সমর্থককে। এর আগে কলকাতাতেও বিশ্বকাপ ম্যাচ চলাকালীন প্যালেস্টাইন পতাকা দেখা গিয়েছিল।
সেই কাণ্ডেরই পুনরাবৃত্তি ঘটল মোদির শহরে, মোদির স্টেডিয়ামে।
কোহলি অবশ্য আরও একটা হাফসেঞ্চুরি করে দলকে টানলেন ফাইনালে। টসে হেরে পাওয়ার প্লের মধ্যেই ভারত স্কোরবোর্ডে ৮০ তুললেও হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। সেই অবস্থা থেকে কোহলি-রাহুল জুটি ৬৭ রান যোগ করে যায়। কোহলি হাফসেঞ্চুরি করেই আউট হয়ে যান। প্যাট কামিন্সের বল তাঁর ব্যাটে লেগে উইকেটে ঢুকে যায়। আপাতত সবশেষ আপডেট অনুযায়ী কেএল রাহুল রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে টানছেন।