Advertisment

বোমা-আতঙ্ক ভারত-নিউজিল্যান্ড ম্যাচে! মুম্বইয়ে রোহিতদের সরাসরি প্রাণনাশের হুমকি বিশ্বকাপে

সেমিফাইনালের বল গড়ানোর আগেই তোলপাড় মুম্বই

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-nz

টসের সময় ভারত-নিউজিল্যান্ড (টুইটার)

বন্দুক, হ্যান্ড গ্রেনেড, বুলেটের ছবি পোস্ট করে ওয়াংখেড়েতে জঙ্গি হানার হুমকি দেওয়া হল অজ্ঞাত পরিচয়ের এক টুইটার হ্যান্ডল থেকে। তারপরেই তড়িঘড়ি করে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল। বুধবার ভারত খেলতে নেমেছে মুম্বইয়ে। প্রথম সেমিফাইনালে।

Advertisment

মুম্বই পুলিশ আধিকারিকদের তরফে বলা হয়েছে, অজ্ঞাতনামা সেই ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার রাতে মুম্বই পুলিশের সোশ্যাল মিডিয়া শাখার তরফে অজ্ঞাতনামা দুষ্কৃতির জঙ্গি হামলা সংক্রান্ত টুইট নজরে আসে। সেই পোস্টে লেখা ছিল, "আগামীকালের ম্যাচে আগুন লাগিয়ে দেব।" এই বার্তার সঙ্গেই হ্যান্ড গ্রেনেড, বুলেট, বন্দুকের ছবি লাগানো ছিল।

তৎক্ষণাৎ মুম্বই পুলিশের তরফে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের তরফে সেই একাউন্টটির সম্পর্কে বিস্তারিত হদিশ চাওয়া হয়। কোনও অপরাধ সংক্রান্ত মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ এবং ক্রাইম ব্র্যাঞ্চের তরফে সমস্ত বিষয় নজরে রাখা হচ্ছে।

ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ মুম্বই ঘিরে নিরাপত্তার বহর অনেকটা বাড়ানো হয়েছে। এছাড়া স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন চত্ত্বরে ব্যাপক সংখ্যায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

ম্যাচের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। কোনও সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনও বিপজ্জনক বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দর্শকদের সঙ্গে সাদা পোশাকের পুলিশ মজুত করা হয়েছে। কোনও সন্দেহভাজন কর্মকান্ড নজরে এলেই পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কুইক রেসপন্স টিম এবং ফোর্স ওয়ানকে স্ট্যান্ড বাই হিসেবে মজুত রাখা হয়েছে।

New Zealand Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team
Advertisment