বাংলাদেশে তিনি আপাতত জাতীয় ভিলেন। তামিম ইকবালকে ব্রাত্য করে বিশ্বকাপে দল নিয়ে এসেছিলেন। তারপর গত কয়েক সপ্তাহ দুঃস্বপ্নের হয়ে থেকেছে বাংলাদেশের এবং ক্যাপ্টেন সাকিব আল হাসানের। পাকিস্তানের কাছে ইডেনে মঙ্গলবার ৭ উইকেটে হারের পরেই নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের প্ৰথম দল হিসেবে ছিটকে যাচ্ছে বাংলাদেশ।
নিয়ম করে ব্যাটিং ব্যর্থতা। সেই সঙ্গে বোলারদের অবস্থাও শোচনীয়। চলতি বিশ্বকাপে ব্যাটিং অর্ডার একাধিকবার বদলেও সাফল্যের মুখ দেখেনি বাংলা টাইগাররা। পাক ম্যাচেও সেই একই চিত্র। ২২/৩ হয়ে যাওয়ার পর লিটন দাস, মাহমুদউল্লাহ কিছুটা লড়লেন। তারপর দুজনের বিদায়ের পর সাকিব চেষ্টা করলেন কিছুটা। তারপর তিনি হাফসেঞ্চুরির আগে আউট হতেই ধসে যায় বাংলাদেশ। মাত্র ২০৪ রানে। যা পাকিস্তানের চেজ করতে কোনও ভুল-ই হয়নি। প্রত্যাবর্তন ঘটানো ফখর জামান এবং আব্দুল্লা শফিক ওপেনিং পার্টনারশিপেই পাকিস্তানের জয় নিশ্চিত করে দেন।
ম্যাচের পর হতাশ সাকিব বলে দিলেন, "পিচ ভালো ছিল। তা স্বত্ত্বেও আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। শুরুতেও উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা। আমরা সেরকম বড়সড় পার্টনারশিপও গড়তে পারিনি যাতে শেষ দশ ওভারে ঝড় তোলা যায়। বল হাতেও আমাদের আরও ভালো করা উচিত ছিল।"
বিমর্ষ সাকিব এখানেই না থেমে আরও বলে দেন, "পাকিস্তান প্ৰথম দশ ওভার দারুণ বোলিং করেছে। ওঁদের কৃতিত্ব প্রাপ্য। ব্যাটিং অর্ডার বারবার বদলাতে হচ্ছে। আমিও শুরুর দিকে নেমেছিলাম। তবে বেশি করতে পারিনি। আমার আত্মবিশ্বাসও তলানিতে। টুর্নামেন্টের এমন পর্যায়ে একাধিক ক্ষেত্রে বদল কঠিন হয়ে দাঁড়ায়।"
"আমরা আসলে জোর করে চেষ্টা করছি। তবে এভাবে সাফল্য আসে না। এই মুহূর্তে আমাদের আপাতত দলগতভাবে পারফর্ম করতে হবে। আমরা উত্তর খুঁজেই চলেছি। কিন্তু পাচ্ছি না। যেখানেই আমরা যাই সমর্থকরা আসেন। সবসময় আমাদের সমর্থন করে চলেন ওঁরা। ফ্যানরাই আমাদের সবথেকে বড় শক্তি।"
তামিমকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের বিতর্কের মুখ হয়ে দাঁড়িয়েছেন সাকিব। এমনকি বিশ্বকাপ চলাকালীনই দল ছেড়ে মিরপুরে অনুশীলন করে এসেছেন। যা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়। নিজেদের দেশে ফিরেই দুয়ো ধ্বনি শুনেছেন তারকা অলরাউন্ডার। এমনকি ইডেনে মঙ্গলবারও সমর্থকরা সাকিবের নামে 'ভুয়া', 'ভুয়া' রব তোলেন। বাংলাদেশি সমর্থকরা তাঁর নতুন নামকরণ করেছেন শো-রুম আল হাসান। সবমিলিয়ে বাংলাদেশ শেষ তিন ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে, সেটাই আপাতত দেখার।