Advertisment

হাসপাতালে ভর্তি টিম ইন্ডিয়ার সুপারস্টার! পাক ম্যাচের আগেই দুঃসংবাদে ছিন্নভিন্ন ভারত

বড় দুঃসংবাদ ধাওয়া করল টিম ইন্ডিয়াকে

author-image
IE Bangla Sports Desk
New Update
india-team

টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম ম্যাচেই ভারতের টপ অর্ডারের অবস্থা বেআব্রু হয়ে গিয়েছিল। বিরাট কোহলি এবং কেএল রাহুলের ম্যাচ বাঁচানো দুর্দান্ত জোড়া হাফসেঞ্চুরি না থাকলে কী হত, ভাবতেই শিউরে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। সামনেই আফগানিস্তান ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামছে দুই দল। প্ৰথম ম্যাচের মত সেই ম্যাচেও পাওয়া যাবে না শুভমান গিলকে।

Advertisment

দুর্বল আফগানিস্তান ম্যাচ নয়, টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল কোনওভাবে ১৪ অক্টোবর পাকিস্তান ম্যাচের আগে শুভমান গিলকে ফিট করে তোলা। বোর্ডের তরফে ২৪ ঘন্টা আগেই জানানো হয়েছিল, আপাতত চেন্নাইয়েই থাকবেন গিল। জাতীয় দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। বোর্ডের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকছেন তারকা ওপেনার।

তবে ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদে পাকিস্তান ম্যাচেও ঘোরতর অনিশ্চিত শুভমান গিল। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্লেটলেট কাউন্ট দ্রুত কমে গিয়েছে তারকার। এতটাই যে তাঁকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আর প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণেই চিকিৎসকরা তাঁকে আপাতত এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতে নিষেধ করেছেন। ডেঙ্গিতে প্লেটলেট কমে গিয়ে বেশ অসুস্থ তিনি। দুর্বলতা রয়েছে। তাই সোমবার রাতে প্রবল ক্লান্তির অভিযোগ করায় তড়িঘড়ি চেন্নাইয়ের রেবতি হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সারা রাত হাসপাতালেই ছিলেন তিনি। সকালে একপ্রস্থ পরীক্ষা নিরীক্ষা করা হয় তারকার। চিকিৎসকদের তরফে গিলকে আপাতত ৪৮ ঘন্টার পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফের একবার তাঁর অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। সাধারণ ক্ষেত্রে ডেঙ্গি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে নূন্যতম তিন সপ্তাহ প্রয়োজন। বোর্ডের মেডিক্যাল টিমের চিকিৎসক রিজওয়ান খান আপাতত গিলের তত্ত্বাবধানে রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, গিলের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। অরুণ জেটলি স্টেডিয়ামে নির্বাচকরা আপাতত ঠিক করবেন আপদকালীন পরিস্থিতিতে গিলের ব্যাক আপ হিসাবে অন্য কোনও তারকাকে ডেকে নেওয়া যায় কিনা! টিম ম্যানেজমেন্টের তরফে অনুরোধ এলে রুতুরাজ গায়কোয়াড এবং যশস্বী জয়সোয়ালের মধ্যে একজনই দ্রুত দলে ঢুকিয়ে নেওয়া হতে পারে ব্যাক আপ হিসাবে। এশিয়ান গেমসে প্রথমবার যে ভারতীয় দল সোনা জিতেছে, সেই দলের সদস্য ছিলেন দুজনেই।

ফর্মের তুঙ্গে ছিলেন তারকা ব্যাটসম্যান। চলতি বছরে ২০ ওয়ানডে খেলে ১২৩০ রান করেছিলেন। তাছাড়া ভারত-পাক ম্যাচ যে ভেন্যুতে খেলা হবে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন তিনি। আইপিএল তো বটেই টি২০, টেস্ট ক্রিকেটেও রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন গিল। আচমকা যদি অবস্থার উন্নতি হয়। যদি প্লেটলেট স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তাহলে গিল চেন্নাই থেকেই পাক ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে সরাসরি আহমেদাবাদে যোগ দেবেন। কিন্তু সেই সম্ভবনা ভীষণই ক্ষীণ।

Indian Team Shubman Gill ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Pakistan Cricket
Advertisment