চেন্নাইয়ে দলের সঙ্গেই ছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে জাতীয় দলের সঙ্গে নতুন দিল্লিতে যাচ্ছেন না শুভমান গিল। বোর্ডের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। রবিবার ভারতের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তারকা। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন তিনি।
বিসিসিআইয়ের তরফে এক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে, "অক্টোবরের ৯ তারিখে টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমান গিল জাতীয় দলের সঙ্গে দিল্লি যাচ্ছেন না। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওপেনিং ব্যাটার চেন্নাইয়ে দলের প্ৰথম ম্যাচে খেলতে পারেননি। দিল্লিতে আগামী ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। চেন্নাইয়ে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন তিনি।"
চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেভাবে খাপ খুলতে না পারলেও ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। আইপিএলে ৮৯০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন তিনি। এশিয়া কাপেও ৩০২ রান করে দলকে চ্যাম্পিয়ন করার মুখ্য কারিগর তিনি। সস কয়েক ম্যাচে গিলের রান যথাক্রমে ১০৪, ৭৪, ২৭, ১২১, ১৯, ৫৮ এবং ৬৭।
বিশ্বকাপ অভিযানে নামার আগে চোট আঘাতে জর্জরিত ছিল টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল ইনজুরির কারণে। এমনকি এশিয়া কাপেও চোটের শিকার হয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর বদলে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।