স্বপ্নের ছন্দে রয়েছে ভারতীয় দল। অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক ম্যাচ দূরে ভারত। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দুরমুশ করে জিতেছে ভারত। ব্যাটে-বলে ভারতের অপ্রতিরোধ্য ফর্ম আরও একবার দেখা গিয়েছে ওয়াংখেড়েতে। প্রথমে ব্যাটিং করে ৩৯৭ রান তুলেছিল ভারত। সেই রান চেজ করতে নেমে কিউইরা ৩২৭-এর বেশি তুলতে পারেনি।
টসে জিতে ভারত ওয়াংখেড়েতে ব্যাট নিতে দ্বিধা করেনি। স্লো পিচে অনবদ্য ব্যাটিং করে যায় ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা দুরন্ত সূচনা করার পর মিডল অর্ডার কিউই বোলারদের তুলধোনা করে যায়। বিরাট কোহলি-শ্রেয়স আইয়ার জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে যান। শুভমান গিল ক্র্যাম্প ধরার আগে পড়ে ৮০ করে যান। কেএল রাহুল-ও স্লগ ওভারে ব্যাট চালিয়ে দলকে ৪০০-এর দোরগোড়ায় পৌঁছে দেন।
পরে বল হাতে ঐতিহাসিক বোলিং করে যান মহম্মদ শামি। সাত-সাতটা উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের। ড্যারেল মিচেল-কেন উইলিয়ামসনের পার্টনারশিপ ভারতীয় দলের হৃদকম্প বাড়িয়ে দিয়েছিল একটা পর্যায়ে। তবে শামি একাই কিউইদের অসম্ভব জয়ের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান।
তবে ভারতের এই দাপুটে জয়ে সন্দেহ প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার সিকান্দার বখত। তিনি ভারতের বিপক্ষে টসে জালিয়াতির অভিযোগ আনলেন। পাকিস্তানের এক টিভি শোয়ে সিকান্দার বখত সরাসরি বলে দেন, রোহিত কারচুপি করছেন টসে।
তাঁর বক্তব্য, "যেভাবে রোহিত টসের সময় কয়েন অনেকটা দূরে ছুঁড়ছে, সেটা সন্দেহজনক। অন্য ক্যাপ্টেনরা দেখতে পাচ্ছে না। যেটা অন্যান্য ক্যাপ্টেনদের ক্ষেত্রে হচ্ছে না। কোনও কারণ রয়েছে কী?"
উপমহাদেশের উইকেটে এমনিতে টস ম্যাচের ফলাফলের অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর। পিচের চরিত্র অনুযায়ী সকলেই শুরুতে ব্যাটিং নিতে পছন্দ করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লাডলাইটে শিশির বোলারদের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ভারত কি সেই সুবিধা নেওয়ার জন্যই টসে কারচুপি করছে? এমন জল্পনাই এবার উস্কে দিলেন সিকান্দার বখত। এমনিতে সেমিফাইনালে পিচ বদলে দেওয়া নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বকাপ। ডেইলি মেইল-এর বিস্ফোরক প্রতিবেদনের পর আইসিসি জানাতে বাধ্য হয়েছিল, পিচ বদলে দেওয়া হয়েছে ভারতের দাবি মেনে।
তবে তার-ও আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা অভিযোগ করেন ভারত পিচ বদলে দিচ্ছে ম্যাচের মাঝপথে। এমনকি বলে দেন এক্সট্রা কোটিং নাকি লাগানো হচ্ছে শামি-সিরাজদের সুইংয়ে মদতের জন্য। ডিআরএস-এ কারচুপির অভিযোগও এনেছিলেন রাজা।
এবার রাজার পথেই হাঁটলেন সিকান্দার বখত।