বিশ্বকাপে শোচনীয়ভাবে ব্যর্থ পাকিস্তান। আফগানিস্তান নেদারল্যান্ডসকে হারিয়ে শুক্রবারই পয়েন্ট তালিকায় পিছনে ফেলল পাকিস্তানকে। যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে। এমন অবস্থায় ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার। বলে দিলেন, ভারতে এসে এত নিরাপত্তার কড়াকড়ি যে ক্রিকেটাররা স্বাভাবিকভাবে খেলতে পারছে না।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। কিউইরা শেষ কয়েকটি ম্যাচে প্রত্যাশামত পারফর্ম করতে না পারলেও সেমিতে ওঠার বিষয়ে ফেভারিট তাঁরা। সেই মহারণের আগেই সাংবাদিক সম্মেলনে ফের অদ্ভুত মন্তব্য করে বসলেন মিকি আর্থার। বলে দিলেন, পাকিস্তানের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যা পাক দলের পারফরম্যান্সে প্ৰভাব ফেলছে। হোটেল থেকে বেরোতেও পারছেন না ক্রিকেটাররা।
"যে ঘটনা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে তা হল কড়া নিরাপত্তা। সত্যি কথা বলতে এটা ভীষণ কঠিন। মনে হচ্ছে আমরা যেন করোনা যুগে ফিরে গিয়েছি। যেখানে ক্রিকেটাররা সম্পূর্ণভাবে নিজেদের হোটেল রুম এবং ফ্লোরে একাকী অবস্থায় দিন কাটাত। এমনকি ব্রেকফাস্টও খেতে হচ্ছে আলাদা আলাদা রুমে।"
"আমাদের ছেলেরা খোলামেলাভাবে বাইরে থাকতে পছন্দ করে। বাইরে থাকলেও বিভিন্ন জায়গায় খাবার খায় ওঁরা। নিজেদের টার্মে ওঁরা চলে। এবার তো সেটাই হচ্ছে না। এটা সত্যি কঠিন বিষয়।"
তাৎপর্যপূর্ণভাবে মিকি আর্থার এর আগে ভারতের কাছে হারের পরেও অদ্ভুত বাহানা দিয়েছিলেন। বলে দেন, আহমেদাবাদ স্টেডিয়ামের ডিজে তো 'দিল দিল পাকিস্তান' একবার-ও বাজাননি। যা ক্রিকেট মহলে হাসির চর্চা হয়েছিল।
পাকিস্তান এবার টুর্নামেন্টের সূচনা খারাপ করেনি। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরপর জয়ে অভিযান শুরু করে। তবে ভারত ম্যাচের পর থেকেই বেপথু হয়ে যায় পাক অভিযান। ভারতের পর একে একে অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, এমনকি আফগানিস্তানের বিপক্ষেও হারেন বাবর আজমরা। তবে বাংলাদেশকে শেষ ম্যাচে কলকাতায় হারিয়ে সেমিফাইনালে কোনওরকমে আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
এবার কিউইদের বিপক্ষে কেমন করেন পাক তারকারা, সেটাই আপাতত দেখার।