/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/angelo-mathews.jpg)
দু-মিনিটের মধ্যেই ক্রিজে পৌঁছেছিলেন ম্যাথিউস (টুইটার)
টাইম আউট বিতর্ক থামছেই না। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে নিয়মের দোহাই দেখিয়ে সাকিব আউট করেন এঞ্জেলো ম্যাথিউসকে। তবে এবার শ্রীলঙ্কান শিবিরের পক্ষ থেকে পাল্টা ভিডিও-প্রমাণ হাজির করা হল, যেখানে দেখা যাচ্ছে নিয়ম-মাফিক আউট-ই হননি ম্যাথিউস।
কীভাবে? আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরবর্তী ব্যাটসম্যানকে দু-মিনিটের মধ্যে ক্রিজে স্ট্যান্স নিতে হবে। এই নিয়ম-ই এবার হাতিয়াড় করছে শ্রীলঙ্কা। বলা হচ্ছে, নির্ধারিত দু-মিনিটের মধ্যেই ক্রিজে হাজির হয়েছিলেন লঙ্কান তারকা। স্ট্রাইক নেওয়ার জন্য প্রস্তুত-ও ছিলেন।
I rest my case! Here you go you decide 😷😷 pic.twitter.com/AUT0FGffqV
— Angelo Mathews (@Angelo69Mathews) November 7, 2023
বাংলাদেশের কাছে হারের পরেই ম্যাথিউস সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন, তাঁদের কাছে পর্যাপ্ত ভিডিও সাক্ষ্য রয়েছে, যেখান থেকে বোঝা সম্ভব হবে তিনি দু-মিনিটের মধ্যেই ক্রিজে হাজির হয়েছিলেন। সেই বক্তব্যের পরে ম্যাথিউস এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও প্রকাশ করেন টাইম স্ট্যাম্প সমেত। যে ভিডিও-য় দেখা যাচ্ছে, দু-মিনিটের মধ্যেই ক্রিজে স্ট্যান্স নিয়েছিলেন ম্যাথিউস এবং তারপরেই ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে সুরক্ষিত হেলমেট আনার নির্দেশ দেন। সেই ভিডিও অনুযায়ী, ত্রুটিপূর্ণ হেলমেট পাল্টানোর যখন তিনি নির্দেশ দিচ্ছেন, তখন-ও পাঁচ সেকেন্ড বাকি ছিল। এই সময়েই বাংলাদেশ শিবিরের পক্ষ থেকে টাইম আউটের আবেদন করা হয়।
Very disappointed at what happened to Angelo yesterday. Being competitive is good, but forgetting that this is a gentleman's game is unpardonable. Umpires should have been more responsible as it has now transpired that he was on time https://t.co/Pm4zB7s21A
— Sanath Jayasuriya (@Sanath07) November 7, 2023
চতুর্থ আম্পায়ারের কী বক্তব্য ছিল?
চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক সোমবার সম্প্রচারকারী স্টার স্পোর্টস-কে জানিয়েছিলেন, "হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে যাওয়ার আগে দু-মিনিটের মধ্যে ব্যাটার বল ফেস করতে প্রস্তুত ছিলেন না।" সেই সঙ্গে হোল্ডস্টক জানিয়েছিলেন, ক্রিকেটীয় সরঞ্জাম ঠিক রয়েছে কিনা, তা দেখা ব্যাটারের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে নতুন ভিডিও ফুটেজ যদি সত্যি হয়, তা হলে চতুর্থ আম্পায়ার যে ভুল ছিলেন, তা প্রমাণ হয়ে যাবে। এমনটাই বলছে ক্রিকেট মহল।
কোন বিষয় স্পষ্ট নয়?
ম্যাথিউসের শেয়ার করা ভিডিও থেকে স্পষ্ট তিনি ক্রিজে পৌঁছনোর পরেও নির্ধারিত সময়ের পাঁচ সেকেন্ড বাকি ছিল। সেই সময়েই তিনি হেলমেট বদলের পথে হাঁটেন। নিয়ম মেনে বাংলাদেশ আবেদন করতেই পারে। তবে আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সরঞ্জামের ত্রুটি এই ফ্যাক্টর কেন মাথায় রাখলেন না আম্পায়াররা! হেলমেট পরিবর্তন করার আগে ম্যাথিউস আম্পায়ারের কাছে অনুমতি নিয়েছিলেন কিনা, সেটাও স্পষ্ট নয়।
ম্যাথিউস আম্পায়ারকেও তুলোধোনা করেছিলেন:
ম্যাথিউসের বক্তব্য অনুযায়ী, তিনি হেলমেট পরিবর্তন করার নির্দেশ দেওয়ার পরেই বাংলাদেশ শিবির থেকে টাইম আউটের আবেদন করা হয়। এতেই ক্রুদ্ধ ম্যাথিউস বাংলাদেশ, সাকিবের পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন আম্পায়ারের ওপরেও। তৃতীয় আম্পায়ারের সঙ্গে পরামর্শ না করে হেলমেটের সমস্যা ঠিক সময়ে দেখা দিয়েছিল তা কেন খতিয়ে দেখলেন না চতুর্থ আম্পায়ার, সেই প্রশ্নও করেছেন ম্যাথিউস। ফুঁসতে ফুঁসতে লঙ্কান অলরাউন্ডার জানিয়েছেন, "আমরা তো সবসময় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কথা বলি। এমনকি স্পিনারের বলে কিপিং করার সময়েও উইকেটকিপার হেলমেট পরে থাকেন। তাই হেলমেট ছাড়া আমার পক্ষে কীভাবে গার্ড নেওয়া সম্ভব? এটা পুরোপুরি ক্রিকেটীয় সরঞ্জামের ত্রুটি।"
আত্মপক্ষ সমর্থনে সাকিব কী বলেছেন?
টাইম আউটের আবেদন করার পর থেকেই ক্রিকেট মহলে কার্যত খলনায়ক হয়ে গিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের শেষে সাকিব খোলসা করেন, দলের এক সতীর্থ তাঁকে এই নিয়মের বিষয়ে জানান। "এটা ক্রিকেটের নিয়মের মধ্যেই পড়ে। ভুল না ঠিক তা জানি না। তবে আমার মনে হয়েছে, আমরা যুদ্ধে এসেছি। আমাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে দলের জয় সুনিশ্চিত হয়।" তিনি নিজে ম্যাথিউসের জায়গায় থাকলে কী করতেন? সাকিবের সটান জবাব ছিল, "এমন যাতে না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতাম।"