Advertisment

বিশ্বকাপের পরেই হেড কোচ বদলাচ্ছে BCCI! দ্রাবিড়ের জায়গায় টিম ইন্ডিয়ার 'গুরু' হচ্ছেন এই মহাতারকা

বিশ্বকাপের পর কে কোচ হবেন ভারতের

author-image
IE Bangla Sports Desk
New Update
bcci-dravid

বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের (টুইটার)

রবি শাস্ত্রীর জমানা 'ক্যারি ফরোয়ার্ড' করেছেন রাহুল দ্রাবিড়। টি২০ ওয়ার্ল্ড কাপের পর মিস্টার ডিপেন্ডেবলকে কোচ করে আনা হয়েছিল জাতীয় দলের। বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ অনিচ্ছুক রাহুল দ্রাবিড়কে বুঝিয়ে সুঝিয়ে টিম ইন্ডিয়ার দায়িত্বে আনেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের দু-বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপের পরেই।

Advertisment

জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছে, রাহুল দ্রাবিড় সম্ভবত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হবেন না। টিম ইন্ডিয়ার সঙ্গে ক্রমাগত এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচে ট্র্যাভেল, পরিবারের সঙ্গে সময় দিতে না পারা- এসব ফ্যাক্টর বিবেচনা করে দ্রাবিড় সম্ভবত টিম ইন্ডিয়ার কোচের পদে নতুনভাবে আবেদন করবেন না। যদিও বোর্ডের তরফে দ্রাবিড়কে অনুরোধ করা হবে জাতীয় দলের কোচের পদে থাকার জন্য। দ্রাবিড়ের কোচিংয়ে ভারত টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছিল। একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জয় তো বটেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দ্রাবিড়ের টিম ইন্ডিয়া কোয়ালিফাই করেছিল।

তবে বোর্ডের কোচিংয়ের প্রস্তাব দ্রাবিড় সবিনয়ে প্রত্যাখ্যান করতে পারেন, এমনটাই ধারণা। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার হেড কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় কোচের পদ থেকে সরে দাঁড়ালে নতুন করে কোচের জন্য বিজ্ঞপ্তি দিতে পারে বিসিসিআই। নতুন আবেদনকারীদের মধ্যে হট ফেভারিট লক্ষ্মণ। এমনিতে রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া এনসিএ-র ডিরেক্টর হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এছাড়া একাধিক সিরিজে দ্রাবিড়ের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ। কয়েক সপ্তাহ আগেই এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের কোচ ছিলেন মহাতারকা।

সংবাদসংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচ থাকাকালীন ব্রেক নিলে লক্ষ্মণ হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ল্ড কাপের পরেও সেই ঘটনা অব্যাহত থাকবে।"

বিশ্বকাপের পর ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। দ্রাবিড় কোনওভাবে কোচের ভূমিকায় থাকতে রাজি হলেও তাঁকে বিশ্রাম দেওয়া হবে। সেই সঙ্গে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের মত প্রথম সারির তারকাদের বিশ্রাম দেওয়ার পথে হাঁটবেন নির্বাচকরা। লক্ষ্মণের কোচিংয়েই টিম ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে, তা একপ্রকার পাকা।

Indian Team Rahul Dravid BCCI VVS Laxman Indian Cricket Team
Advertisment