Advertisment

আগুন জ্বলে গেল পাকিস্তানে, বাবরের গোপন ব্যক্তিগত চ্যাট ফাঁস! উত্তাল পাক মুলুক, দেখুন

পাকিস্তান ক্রিকেটে উত্তাল ঘটনা

author-image
IE Bangla Sports Desk
New Update
babar-azam

বাবর আজম

মাঠ এবং মাঠের বাইরে সময় মোটেও ভাল যাচ্ছে না ওয়ানডে ক্রিকেটে আইসিসির ক্রমপর্যায়ে একনম্বরে থাকা ব্যাটার বাবর আজমের। হাফডজন ম্যাচ খেলার পর পাকিস্তান মাত্র দুটো জয় পেয়েছে। চার হার নিয়ে সেমিফাইনালের আগেই ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান। খাতায় কলমে এখনও সুযোগ থাকলেও কেউই মনে করছেন না বাবর আজমের দল মিরাকল ঘটিয়ে শেষ চারে জায়গা পাকা করে নেবে।

Advertisment

এর মধ্যেই পাক ড্রেসিংরুমে তুমুল অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে। একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে নাকি বাবর আজমের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গোটা দেশেই আপাতত ভিলেন ক্যাপ্টেন বাবর আজম। প্রাক্তন ক্রিকেটাররা রোজ-ই তুলোধোনা করছেন অধিনায়ককে। বিশ্বকাপের পর বাবরের নেতৃত্ব যাওয়া কার্যত পাকা।

এমন অবস্থাতেই পাক ক্রিকেটকে নিয়ে আরও ডামাডোল প্রকাশ্যে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বাবর আজমের হোয়াটসআপের গোপন চ্যাট। অগ্নিগর্ভ পরিস্থিতিতে পাকিস্তান বোর্ডের তরফে আগেই বিবৃতি দিয়ে পাক তারকাদের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছিল দেশবাসীর কাছে।

তবে প্রকাশ্যে সমর্থনের আর্জি জানালেও পাক বোর্ডের সঙ্গে বাবর আজমের সম্পর্ক নাকি শেষ। রশিদ লতিফ পাকিস্তানের এক টিভি শোয়ে জানিয়ে দিয়েছিলেন, পাক বোর্ডের তরফে পাঁচ মাসের বেতন বাকি রয়েছে ক্রিকেটারদের। বাবর আজম বারবার পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি নাকি প্রত্যুত্তর দেননি। এমনকি আফগানিস্তান ম্যাচে হারের পর বাবর আজম যে সারা রাত কেঁদেছিলেন, সেই ঘটনাও ফাঁস হয়ে গিয়েছে।

এই আবহেই নতুন বিতর্ক হিসাবে হাজির হল বাবর আজমের গোপন বার্তা ফাঁসের ঘটনা। পাকিস্তানি টিভি চ্যানেলে যে হোয়াটসআপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে, সেখানে সালমান নামের এক ব্যক্তিকে দেখা যাচ্ছে বাবরকে জিজ্ঞাসা করতে, "বাবর, সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে এক খবর প্রচারিত হচ্ছে যে আপনি নাকি চেয়ারম্যানকে বারবার কল করলেও উনি জবাব দেননি। আপনি কি সম্প্রতি ফোন করেছিলেন?" ফোনে মেসেজ প্রাপক ব্যক্তির নাম সেভ করা ছিল 'বাবর আজম নিউ' নামে। সেই বাবর আজম-ই রিপ্লাই দিয়েছেন, "সালাম সালমান ভাই, আমি স্যারকে কল করিনি।"

এই চ্যাট ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল ক্ষুব্ধ হয়েছেন ওয়াকার ইউনিস। তিনি টুইটারে পাল্টা লিখে দিয়েছেন, "আপনারা কী করার চেষ্টা করছেন? এটা শোচনীয় ঘটনা। আপনারা খুশি তো? বাবরকে একা থাকতে দিন আপনারা। উনি পাক ক্রিকেটের সম্পদ।"

যাইহোক, এখনও তিন ম্যাচ বাকি বাবর আজম বাহিনীর। মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশের। শেষ তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে এখন পাকিস্তানকে। তারপরেও অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে পাকিস্তানকে। ভারতের সঙ্গে কমবেশি সেমিতে পৌঁছেই গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। বাকি এক স্থানের জন্য লড়াই পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। পাকিস্তান বাকি তিন ম্যাচের একটিতে হারলেই খাতায় কলমে ফুলস্টপ পড়ে যাবে বিশ্বকাপ অভিযানে। পাকিস্তান চাইবে বাকি তিন ম্যাচ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া যেন নিজেদের বাকি ম্যাচ হারে।

Babar Azam ICC Cricket World Cup Cricket World Cup pakistan Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment