/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/lead-35.jpg)
পন্থ নয়, কার্তিকের ভাগ্যেই শিঁকে ছিঁড়ল (ছবি টুইটার)
আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় নির্বাচকরা ১৫জনের দল স্কোয়াড বেছে ফেলল। ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপে চমক বলতে দু'টো! এক, বেশ কয়েকমাস ধরে দুরন্ত ফর্মে থাকা ঋষভ পন্থকে নির্বাচনে ব্রাত্য় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হোক বা চলতি আইপিএলে দিল্লি দলের তরুণ তুর্কিকে অনেকেই ইংল্যান্ডগামী বিশ্বকাপ স্কোয়াডে দেখেছিলেন। তবে চূড়ান্ত দল নির্বাচনে তারকাকে হতাশই হতে হল।
আরও পড়ুন ICC Cricket World Cup: বিশ্বকাপের দলে কেকেআর নেতা, বাদ পড়লেন ঋষভ পন্থ
ভাল খেলা সত্ত্বেও কেন বাদ ঋষভ! নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলছিলেন, "নির্বাচনী বৈঠকে দু'জনকে নিয়ে বহুক্ষণ আলোচনা করা হয়েছে। প্রত্যেকেই এক বিষয়ে একমত হয়েছিলাম যে পন্থ অথবা দীনেশ তখনই প্রথম একাদশে জায়গা পাবে, যদি ধোনি টুর্নামেন্ট চলাকালীন চোট পায়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে উইকেট কিপিং ভীষণই গুরুত্বপূর্ণ একটা পজিশন। তাই আমরা দীনেশকে বেছেছি।"
#TeamIndia for @ICC#CWC19 ????????#MenInBlue ???? pic.twitter.com/rsz44vHpge
— BCCI (@BCCI) April 15, 2019
ঋষভ যেখানে ম্যাচের পরে ম্যাচ ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন, সেখানে দীনেশ কার্তিক ততটাই নিষ্প্রভ। চলতি আইপিএলে ব্যাট হাতে একদমই পারফর্ম করতে পারছেন না ডিকে। বলা বাহুল্য কেকেআরে রাসেল বাদে কেউই সেভাবে চলতি টুর্নামেন্টে নজর কাড়তে পারেননি। এমন অবস্থায় দীনেশকে নিয়ে কী কিছুটা ফাটকা খেললেন নির্বাচকরা, সময়ই একথা বলবে।
৬ জুন সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ভারত মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।