Advertisment

ICC loss: USA-তে বিশ্বকাপ আয়োজন করে মাথায় হাত ICC-র! কোটি কোটি টাকা ক্ষতির ঝড়ে সর্বোচ্চ নিয়ামক সংস্থা

T20 World Cup 2024: ব্যাপক ক্ষতির মুখে আইসিসি, বিশ্বকাপ আয়োজন করার আগে এবার দুবার ভাববে সর্বোচ্চ সংস্থা

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, t20 World Cup, ভারতীয় দল, টি২০ বিশ্বকাপ

Team India-t20 World Cup: সম্প্রতি টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। (ছবি সৌজন্যে- টুইটার)

ICC loss after hosting t20 World Cup in USA: মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ ২০২৪ আয়োজন করে বড় ক্ষতির মুখে পড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ১৬৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে।

Advertisment

সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে কলম্বোতে শুরু হতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে এই ক্ষতি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। যদিও বিষয়টি বার্ষিক সাধারণ সভার (এজিএম) নয় দফা এজেন্ডার অংশ নয়। তবুও, প্রতিবেদনে বলা হয়েছে যে বিষয়টি একটি 'ইভেন্ট-পরবর্তী রিপোর্ট' হিসেবে আলোচনা করা হবে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচ হয়েছে। এছাড়াও টি২০ বিশ্বকাপের একটি বড় অংশ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে।

এজিএম চলাকালীন আরেকটি যে প্রধান বিষয় নিয়ে আলোচনা হবে, তা হল বিসিসিআই সেক্রেটারি জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়া। তিনি বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবেন। আইসিসির একটি সূত্র জানিয়েছে যে জয় শাহ কখন বিশ্ব ক্রিকেট সংস্থার রাশ ধরবেন, সেদিকে আইসিসির অনেকের তাকিয়ে আছেন।

আইসিসির ওই সূত্রটি জানিয়েছে, 'কীভাবে জয় শাহ আইসিসির দায়িত্ব নয়। তিনি কখন দায়িত্ব নেবেন, সেদিকেই তাকিয়ে কৌতূহলীরা। কারণ, বিসিসিআই সচিব হিসেবে জয় শাহর মেয়াদ শেষ হতে এখনও একবছর বাকি। তিনি ২০২৫ সালে দায়িত্ব থেকে মুক্ত হবেন। এখন যদি জয় শাহ তারপরই আইসিসির দায়িত্ব নেন, তবে আবার বার্কলে তার থার্ড টার্মের দুই বছরের মেয়াদ শেষ করতে পারবেন না। কারণ, সেটা ২০২৪-এ শুরু হয়েছে। ২০২৬ সালে শেষ হওয়ার কথা।'

আরও পড়ুন- হার্দিককে নেতা না করতে বড় কৌশল! কীভাবে SKY-কে ক্যাপ্টেন করার ব্লুপ্রিন্ট গম্ভীরের ফাঁস হয়ে গেল

আইসিসির ওই সূত্র আরও জানিয়েছে যে, 'আইসিসির চেয়ারম্যানশিপের মেয়াদ দুই বছরের তিনটি টার্মের বদলে তিন বছরের দুটি টার্মে করা হতে পারে। এই নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা।' আর সেটা যদি করা হয়, তবে বার্কলের বর্তমান মেয়াদ তিন বছর হয়ে যাবে ২০২৫ সালে। তখন জয় শাহ দায়িত্ব নিতে পারবেন। আর ২০২৮ সালে তিনি বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে বোর্ডে ফিরে আসতে পারবেন।'

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup USA ICC
Advertisment