scorecardresearch

ধোনির সেই বিশ্বকাপজয়ী ছক্কাকে সেরার সেরা সম্মান ICC-র! IPL-এর সময়েই অমূল্য উপহার ক্যাপ্টেন কুলকে

আইসিসির কাছ থেকে সেরা উপহার পেয়েই গেলেন ধোনি

ধোনির সেই বিশ্বকাপজয়ী ছক্কাকে সেরার সেরা সম্মান ICC-র! IPL-এর সময়েই অমূল্য উপহার ক্যাপ্টেন কুলকে

আইপিএল চলার সময়েই বড়সড় সুখবর পেলেন মহেন্দ্র সিং ধোনি। যে দিনে ভারত বারো বছর আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেদিনই আইসিসির তরফে বিশেষ উপহার দেওয়া হল মাহিকে। নুয়ান কুলশেখারার বলে হাঁকানো সেই ছক্কার স্টাইল এখন ইতিহাস হয়ে গিয়েছে। সেই ট্রেডমার্ক ছক্কাকে স্মরণ করেই আইসিসির ডিজিটাল পার্টনার ফ্যান ক্রেজ ধোনির হাতে তুলে দিল স্মরণীয় সেই মুহূর্তের ডিজিটাল কোলাজ। ‘নাভারাসা’ থিমের ওপর ভিত্তি করে ফ্যান ক্রেজের তরফে ক্যাপ্টেন কুলকে স্মরণীয় উপহার দেওয়া হয়।

কী এই নাভারাসা থিম? আইসিসির তরফে বলা হচ্ছে, প্রিয় তারকার জন্য একজন সমর্থকের মধ্যে যে নয় আবেগ কাজ করে- আনন্দ, শক্তি, রাগ, শ্রদ্ধা, গর্ব, সাহস, বিস্ময়, প্যাশন, গৌরব, সেই সমস্ত মুহূর্তের সমাহার করে কোলাজ বানানো হয়েছে।

২০১১ ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয় এখনও সমর্থকদের সুখ স্মৃতিতে আক্রান্ত করে। ২৮ বছর পরে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল টিম ইন্ডিয়া, তা-ও আবার ঘরের মাঠে দর্শক ভর্তি স্টেডিয়ামে। ২ এপ্রিল এদিনেই ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারত একসময় দুই ওপেনারকে হারিয়ে চরম চাপে পড়ে যায়।

আর কঠিন সময়েই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ বিশ্বকাপে ধোনি ছাপ ফেলতে পারেননি। আর ২০১১-এর সংস্করণ তাঁকে রাতারাতি মহাতারকা খ্যাতি এনে দেয়। ফাইনালে যুবরাজ সিংয়ের আগে নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারকা।

আরও পড়ুন: তারা খসা রাতে জীবনের সেরা সম্মানে ধোনি! কিংবদন্তির পা ছুঁয়ে প্রণাম স্বয়ং অরিজিৎ-এর, দেখুন ভিডিও

ভারত একসময় ১১৪/৩ হয়ে যায়। কোহলি আউট হওয়ার পরে গম্ভীরের সঙ্গে যোগ দেন ধোনি। চতুর্থ উইকেটে দুজনে ১১৯ রান যোগ করে যান। গম্ভীর যখন আউট হন ৯৭ রানে, সেই সময় জয়ের গন্ধ পেয়ে গিয়েছেন নীল জার্সির দল।

একপ্রান্ত ধরে থেকে শেষে টেনশনের মুহূর্তে ধোনির নুয়ান কুলাশেখারাকে হাঁকানো সেই ছক্কা মাইলফলক হয়ে গিয়েছে ক্রিকেট ইতিহাসে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Icc gives ms dhoni special gift to make his 2011 world cup wining six memorable