Advertisment

টেস্ট ক্রিকেট: টস কি অবলুপ্তির পথে? ভাবছে আইসিসি

টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসি। ১৮৭৭-এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তখন থেকেই ক্রিকেট মানচিত্রে জায়গা করে নিয়েছিল কয়েন টস।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC Likely To Remove Coin Toss In Tests, Visiting Captain To Be Given The Choice To Take Decision

টেস্ট ক্রিকেট: টস কি অবলুপ্তির পথে ? ভাবছে আইসিসি

টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসি। ১৮৭৭-এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তখন থেকেই ক্রিকেট মানচিত্রে জায়গা করে নিয়েছিল কয়েন টস। প্রায় দেড়শো বছরের এই প্রাচীন প্রথা কি এবার অবলুপ্তির পথে? এমনটাই ভাবনাচিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী ২৮ ও ২৯ মে মুম্বইতে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠক রয়েছে। সেখানেই টস তুলে দেওয়ার প্রসঙ্গটা উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisment

সম্প্রতি একাধিক মিডিয়া কয়েন টসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। আইসিসি-র কাছেও বিষয়টা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠের অ্যাডভান্টেজ কমাতেই টস তুলে দিতে চাইছে আইসিসি। ইএসপিএনক্রিকইনফো-র প্রকাশিত রিপোর্ট বলছে যে, টসের ব্যাপারে আইসিসি-র প্রতিটি প্যানেল সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন, ১০০ বলের ক্রিকেট সম্পর্কে সাবধানে পা ফেলার পরামর্শ সৌরভের

এখনকার দিনে হোম টিম পিচ বানানোর সময়ে মারাত্মক প্রভাব খাটায়, ফলে তারা এমনিতেই অ্যাডভান্টেজে থাকে প্রতিপক্ষের তুলনায়। সেক্ষেত্রে সফররত দলকে ব্যাট বা বল করার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হোক বিনা টসেই। যদিও এই প্রস্তাবের  বিরোধিতা করেছেন অনেকেই। আইসিসি-র ক্রিকেট কমিটিতে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে, অ্যান্ড্রিউ স্ট্রস, মাহেলা জয়বর্ধনে, রাহুল দ্রাবিড়, টিম মে, ডেভিড হোয়াইট, রিচার্ড কেটেলবোরো, রঞ্জন মদুগালে, শন পোলক ও ক্লেয়ার কনর। 

সত্যিই টস ছাড়া টেস্ট ক্রিকেট কি ভবিষ্যৎ? সময়ই সে কথা বলবে।

Test cricket ICC
Advertisment