Advertisment

India not to wear pakistan logo in Champions Trophy: জার্সিতে থাকবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতকে হুঁশিয়ারি ICC-র!

India not to wear pakistan logo in Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে কার্যত বয়কটের পথে হাঁটছে ভারত। এবার জার্সিতে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নাম লাগানো নিয়েও আপত্তি রয়েছে বিসিসিআইয়ের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah, India, Pakistan Match, জয় শাহ, ভারত, পাকিস্তান ম্যাচ,

ICC on BCCI stance: ভারতকে শাস্তি পেতে হতে পারে (টুইটার)

India not to wear pakistan logo in Champions Trophy: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম উল্লেখ করা হবে না। সাধারণত, আইসিসি ইভেন্টে আয়োজক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে থাকে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

Advertisment

পিসিবির এক কর্মকর্তা অভিযোগ করেছেন যে বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে এবং আশা প্রকাশ করেছেন যে আইসিসি এই বিষয়ে পদক্ষেপ নেবে। এর মধ্যেই পাক প্রচারমাধ্যম ARY স্পোর্টস-এ আইসিসির এক কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "অংশগ্রহণকারী প্রত্যেক দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। প্রত্যেক দলকে এই নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে।"

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের জার্সিতে টুর্নামেন্টের লোগো এবং আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এই নিয়ম সব দলের জন্য প্রযোজ্য এবং এটি মানা উচিত।

এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের উপস্থিত থাকার কথা। কিন্তু বিসিসিআই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠাতে অনিচ্ছুক। এই সিদ্ধান্তও পিসিবির অসন্তোষের কারণ হয়েছে।

Advertisment

সব মিলিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরুর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে এই ধরনের বিতর্ক টুর্নামেন্টের পরিবেশকে প্রভাবিত করতে পারে। আইসিসি এই পরিস্থিতি কীভাবে সমাধান করবে, তা এখন দেখার বিষয়।

ICC pakistan BCCI Champions Trophy Pakistan Cricket Indian Cricket Team india pakistan Team-India Team India
Advertisment