Advertisment

কুম্বলেদের প্রস্তাবে অনুমোদন আইসিসির, নজরে টি২০ বিশ্বকাপ

টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই উইন্ডোতে বিসিসিআই আইপিএল আয়োজনে পক্ষপাতী। নূন্যতম ৪০ দিনের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করে ফেলতে চাইছে বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি আগেই লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবার আইসিসির একজিকিউটিভ কমিটির বৈঠকে সেই প্রস্তাবে শীলমোহর দিয়ে দিল। আইসিসির নতুন নিয়ম নিয়ে আলোচনা শুরু হওয়ার পরে এবার নজর বুধবার আইসিসির বোর্ড মিটিংয়ে। অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা। সেই বিশ্বকাপের ভাগ্যই এদিন চূড়ান্ত হতে পারে।

Advertisment

বিসিসিআইয়ের বক্তব্য আর বিশ্বকাপ নিয়ে আর বেশি সিদ্ধান্ত নিতে দেরি করলে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন ওঠে যাবে। অন্য দেশের ক্রিকেট বোর্ডও এই মতেরই শরিক।।পাশাপাশি, জানা গিয়েছে, করোনা সংক্রমণের পরে যেভাবে সব দেশের ক্রিকেট বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বেশি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইছে। টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই উইন্ডোতে বিসিসিআই আইপিএল আয়োজনে পক্ষপাতী। নূন্যতম ৪০ দিনের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করে ফেলতে চাইছে বিসিসিআই। ঘটনা হল, দ্বিপাক্ষিক সিরিজ বা আইপিএল সব বিষয়ই আপাতত আটকে আইসিসির টি২০ বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার উপর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস গতমাসেই জানিয়েছিলেন, টি২০ বিশ্বকাপ আয়োজন করার বদলে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে পক্ষপাতী তারা। সাফ জানান, "খুব শীঘ্রই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব। অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ নিয়ে আয়োজনে আশাবাদী ছিলাম আমরা। তবে এই টুর্নামেন্ট হওয়ার ব্যাপারে এখনো অনেক সংকট রয়েছে।"

আইসিসিও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এক শীর্ষকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, আমরা সমস্ত অপশন খোলা রাখছি। যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিধান্ত নিতে যেমন তাড়াহুড়ো করা হবে না, তেমন দেরিও হবে না।"

এদিকে, আইসিসির তরফে মঙ্গলবারই একগুচ্ছ নতুন নিয়ম আনা হল-
পরিবর্ত ক্রিকেটার: টেস্ট ক্রিকেটে যদি কোনো ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট দল সেই ক্রিকেটারের বদল নিতে পারবে ম্যাচ চলাকালীন। তবে এই নিয়ম শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই। সীমিত ওভারে কোনো পরিবর্ত ক্রিকেটারের নিয়ম থাকবে না।

লালায় 'না': লালার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে, সেই কারণে বলে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ফিল্ডিং সাইডের কোনো ক্রিকেটার বলে থুতু লাগালে প্রথমে আম্পায়ার তাকে সতর্ক করবেন। এর পর আরো একবার সেই ভুল হলে গোটা দলকেই সতর্ক করা হবে। এর পরেও এই নিয়ম লঙ্ঘন করলে ব্যাটিং দলকে পেনাল্টি বাবদ পাঁচ রান দেওয়া হবে। প্রতিবার থুতু লাগানোর পর আম্পায়ারের উপস্থিতিতে বল পরিষ্কার করা হবে।

এছাড়াও ক্রিকেট একজিকিউটিভ কমিটি নিরপেক্ষ আম্পায়ার, অতিরিক্ত ডিআরএস রিভিউর প্রস্তাব অনুমোদন করেছে।

cricket ICC
Advertisment