বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। টানা চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশ ম্যাচের পরেই খারাপ খবর টিম ইন্ডিয়া শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ২২ অক্টোবর ধর্মশালায় খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। বাংলাদেশ ম্যাচে বোলিংয়ের সময় গোড়ালি মচকে যায় তারকার। তারপর গোটা ম্যাচে আর নামেননি তিনি।
জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়াকে তড়িঘড়ি ভিত্তিতে বেঙ্গালুরুর এনসিএ'তে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে তাঁকে মনিটর করবেন ইংল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক। প্রয়োজনে ইঞ্জেকশনের শরণাপন্ন হতে পারেন হার্দিক।
নিউজিল্যান্ডের পর ভারতের ম্যাচ লখনৌয়ে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের আগেই হার্দিক ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন, এমন বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "বেঙ্গালুরুতে এনসিএ'তে হার্দিককে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দলের মেডিক্যাল টিমের পক্ষ থেকে হার্দিকের স্ক্যান রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। ভাবা হচ্ছে, স্রেফ এক ইঞ্জেকশনেই কাজ সেরে যাবে। ইংল্যান্ডের এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়েছে বিসিসিআই। তিনিও বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণের সঙ্গে একমত। তবে ও পরের ম্যাচ মিস করতে চলেছে।"
পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হার্দিকের গোড়ালি মচকে যাওয়ার পরেই তড়িঘড়ি তারকার স্ক্যান করা হয়। লিটন দাসের ড্রাইভ আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পা মচকে পড়ে যান তিনি। এরপরে উঠে দাঁড়ালেও দৃশ্যতই অস্বস্তিতে ছিলেন তিনি। সঙ্গেসঙ্গে টিমের ফিজিও ছুটে আসেন। কপালে উদ্বেগের ভাঁজ নিয়ে পাশে দাঁড়িয়ে আলোচনা সারতে দেখা যায় রোহিত শর্মা, বিরাট কোহলিকে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় হার্দিককে। ম্যাচ সেই সময় পাঁচ মিনিট বন্ধ রাখতে হয়।
হার্দিক মাঠ ছাড়তে চাননি। তবে বোলিং এন্ডে কোনওরকমে গিয়েই বুঝতে পারেন মাঠ ছাড়তে হবেই তাঁকে। হার্দিকের ওভারের বাকি তিন বল পূরণ করার দায়িত্ব দেওয়া হয় কোহলিকে। শেষ তিন বলে কোহলি মাত্র ২ রান খরচ করেন।
পরে তারকার স্ক্যান রিপোর্ট পরে খতিয়ে দেখা হয় মেডিক্যাল টিমের তরফে। বলা হচ্ছে, হার্দিকের ইনজুরি মোটেই সিরিয়াস নয়। দলের এমনিতে অপরিহার্য অংশ। কুইক ফাস্ট বল, বাউন্সারে ব্যাটারকে চমকে দেওয়া হোক বা স্লোয়ারে ব্যাটসম্যানকে পরাস্ত করা- বোলার হার্দিকের তুনে রয়েছে সমস্ত উপকরণই। লোয়ার অর্ডারে পাওয়ার হিটিংয়ে বোলারদের কাছে আবার সাক্ষাৎ ত্রাস তিনি।
হার্দিকের পরিবর্ত পাওয়া নিয়ে বিসিসিআই কোনও ভাবনা চিন্তাই করেনি। ম্যাচের শেষেই ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দেন, হার্দিকের ইনজুরি নিয়ে তাঁরা মোটেই ভাবিত নন, "হালকা ব্যথা রয়েছে। চিন্তার কোনও কারণ নেই। আগামীকাল সকালে ও কেমন থাকে, সেটা আমরা দেখব। তারপরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করব আমরা।"