ব্যাট করতে নামলেই গালি দেন কোহলি! ভয়ঙ্কর অভিযোগের বোমায় তোলপাড় ফেললেন মুশফিকুর

কোহলির বিপক্ষে বিরাট অভিযোগ মুশফিকুর রহিমের

কোহলির বিপক্ষে বিরাট অভিযোগ মুশফিকুর রহিমের

IE Bangla Sports Desk & Subhasish Hazra
New Update
kohli-mushfiqur

কোহলির বিপক্ষে অভিযোগ এবার মুশফিকুর রহিমের (টুইটার)

ভারত-পাক ম্যাচের সেই উত্তেজনা অনেকটাই স্তিমিত। বরং টানটান লড়াইয়ের সেই পরিসর দখল করেছে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। খাতায় কলমে ভারত শক্তি-সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ বরাবর ভারতের কঠিন গাঁট। সম্প্রতি ভারতের বিপক্ষে ম্যাচে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশই।

Advertisment

শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে টাইগার বাহিনী। ভারতের সামনেই যেন সেরাটা বেরিয়ে আসে বাংলাদেশের। সর্বশেষ এশিয়া কাপেও ভারত পরাজয় বরণ করেছে বাংলাদেশের কাছে।

এমন আবহেই বৃহস্পতিবার ভারত খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে। পুনেতে। বাংলাদেশ জোড়া বদল ঘটিয়েছে ভারত-ম্যাচে। ক্যাপ্টেন সাকিব আল হাসান চোটের কারণে খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। তাসকিন আহমেদকে বাদ দিয়ে প্ৰথম এগারোয় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। ভারত যদিও অপরিবর্তিত একাদশ খেলাচ্ছে।

এমন টানটান ম্যাচের আগেই উত্তেজনা সঞ্চার করলেন মুশফিকুর রহিম। সম্প্রচারকারী স্টার স্পোর্টস-এ সরাসরি অভিযোগ করে জানিয়ে দিলেন বিরাট কোহলি তাঁকে বরাবর স্লেজিং করেন। বাংলাদেশের বর্ষীয়ান তারকা জানিয়েছেন, "যখনই ওঁর বিপক্ষে খেলতে নামি, তখনই প্রত্যেকবার ও আমাকে স্লেজ করার চেষ্টা করে। বিশেষ করে আমি যখন ব্যাট করতে নামি। ও ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যক্তি। সবসময়েই ও জেতার চেষ্টা করে। ওঁর সঙ্গে, ভারতের সঙ্গে প্রত্যেকবার খেলার সময় যে চ্যালেঞ্জ থাকে, সেই দ্বৈরথ বেশ উপভোগ করি।"

Advertisment

এর সঙ্গে মুশফিকুর রহিম আরও জানিয়েছেন, "অনেক ব্যাটসম্যানই চায় তাঁকে যেন স্লেজ করা হয়। যাতে তাঁরা বেশি উদ্দীপ্ত হয়ে উঠতে পারে। আমি কখনই পাল্টা কোহলিকে স্লেজিং করি না। কারণ এতে ও আরও তেতে যেতে পারে। সবসময় দলের বোলারদের ওঁকে স্লেজ করতে বারণ করি। বরং বলি, যত তাড়াতাড়ি সম্ভব কোহলিকে আউট করা যায়, ততই ভালো।"

বিশ্বকাপে বাংলাদেশ এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি। প্ৰথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও টাইগাররা টানা দুই ম্যাচে হেরে বসেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ভারত অপ্রতিরোধ্য ফর্মে খেলছে বিশ্বকাপে। প্রথম তিন ম্যাচেই ভারত উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে ভারত নেমেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে।

Virat Kohli Bangladesh Cricket World Cup ICC Cricket World Cup Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team