Advertisment

পেরেক ফোঁটানো হয়েছিল চোখে! পাকিস্তানের কুৎসিত চেহারা ফাঁস করে বোমা ফাটালেন পাঠান

পাকিস্তানের নোংরা চেহারা সামনে আনলেন ইরফান পাঠান

author-image
IE Bangla Sports Desk
New Update
pathan-ind-pak

পাকিস্তানে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন ইরফান পাঠান (টুইটার)

ভারতে এসে অভিযোগের বন্যা বইয়ে দিয়েছে পাকিস্তান দল। ভারতের কাছে আহমেদাবাদে হারের পর বিস্ফোরকভাবে পাক টিম ডিরেক্টর মিকি আর্থার সরাসরি দর্শকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেই ম্যাচেই আবার মহম্মদ রিজওয়ানকে ধর্মীয় কটূক্তির মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছে পাকিস্তান। এমনকি আইসিসির কাছে অভিযোগও দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisment

পাকিস্তানের এরকম ধারাবাহিক অভযোগের পাল্টা দিলেন এবার ইরফান পাঠান। স্টার স্পোর্টসে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন পাঠান। সেই সময়েই পাকিস্তানের নগ্ন চেহারা ফাঁস করলেন জাতীয় দলের প্রাক্তন তারকা। এমন ঘটনা শেয়ার করলেন তিনি যাতে চমকে উঠল বিশ্বক্রিকেট।

ইরফান পাঠান অতীতের স্মৃতি আঁকড়ে জানালেন, "সেবার ভারতীয় দল পাকিস্তানে খেলতে গিয়েছিল। পেশোয়ারে আমাদের খেলা ছিল। পাকিস্তানি সমর্থকরা আমাদের লক্ষ্য করে পেরেক ছুঁড়ছিল। একটা পেরেক সরাসরি চোখের তলায় আঘাত করে। সেই সময় ম্যাচ ১০ মিনিটের জন্য বন্ধও রাখতে হয়। গোটা সফর আমরা দারুণ কাটাচ্ছিলাম। অতিথি দল হিসেবে আমরা কিন্তু অভিযোগের পথে হাঁটিনি আমরা। এতে গোটা সফরের তাল কেটে যেতে পারত।"

মিকি আর্থারকেও একহাত নিয়েছেন তিনি। বলে দিয়েছেন, "উনি ম্যাচের পর নিজেদের খেলার বিশ্লেষণ করেননি। বরং দর্শকদের দিকে আঙ্গুল তুলেছেন। আরে আপনারা নিজেদের খেলার দিকে ফোকাস করুন। দর্শকদের কাজ দর্শকদের করতে দিন। অযথা বিষয়গুলি টানবেন না। ভাল খেললে ভারতের দর্শকরা নিশ্চয় সমাদর করবে।"

আহমেদাবাদে গত শনিবার ভারতের কাছে অপদস্থ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে বিতর্ক উস্কে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার। বলে দেন, “সত্যি কথা বলতে ম্যাচের আবহ দেখে মোটেও মনে হয়নি এটা আইসিসির ইভেন্ট। মনে হচ্ছিল বিসিসিআইয়ের একটা ইভেন্ট। মাইক্রোফোনে কখনই শোনা যায়নি- দিল দিল পাকিস্তান!”

“এই ছোটখাটো বিষয়গুলোই ম্যাচে প্রভাব ফেলে দেয়। তবে এটা কোনওভাবেই অজুহাত দিচ্ছি না। আমরা বরং মুহূর্তটা উপভোগ করতে চাইছিলাম। আমাদের পুরো পরিকল্পনা ছিল পরের বল কীভাবে মোকাবিলা করব, ভারতীয়দের কোন কৌশলে আটকানো যাবে।”

এখানেই বিতর্কের শেষ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড বোমা ফাটিয়ে আইসিসির কাছে নালিশও করে বসেছে। পাক ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, “আইসিসির কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। পাক সাংবাদিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে। সেই সঙ্গে ভারতের ভিসা নীতির জন্য সমর্থকরা থাকতে পারছেন না। ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন পাক ক্রিকেটারদের যেভাবে টার্গেট করা হয়েছিল সেই বিষয়েও অভিযোগ দায়ের করা হয়েছে।”

ঘটনাবহুল ম্যাচে টসের সময় বাবর আজমকে দর্শকরা সমস্বরে ব্যাপকভাবে ব্যঙ্গ করেন। সেই সময় সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন বাবর। পরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়, যেখানে মহম্মদ রিজওয়ানকে ড্রেসিংরুমে ফেরার সময় শুনতে হয় ‘জয় শ্রী রান স্লোগান’।

বিতর্কের সূত্রপাত করেছিলেন মহম্মদ রিজওয়ান নিজেই। ভারতীয় সমর্থকদের একাংশ অভিযোগ করেছিল ইচ্ছাকৃতভাবে রিজওয়ান মাঠে নামাজ আদায় করেছেন। ভক্তি প্রদর্শনের জন্য নয়, বরং ভারতীয় দর্শকদের দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাঁর এমন কীর্তি। এরপরে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়ায় ফের একবার সমালোচিত হন তিনি। আইসিসি ইভেন্টে এর আগে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় সেনার প্রতীক সমেত গ্লাভস পরতে নিষেধ করা হয়েছিল। আইসিসির তরফে স্পষ্টভাবে বলা হয়েছিল, খেলার মাঠে কোনওভাবেই রাজনৈতিক বার্তা দেওয়া যাবে না। আইসিসির সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই গাজার সমর্থনে ব্যাট ধরেছিলেন রিজওয়ান। বিশ্বকাপ চলাকালীন। তাই মোদি স্টেডিয়ামে দর্শকদের একাংশ টার্গেট করে রিজওয়ানকে। এমনটাই ক্রিকেট মহলের ব্যাখ্যা।

Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Irfan Pathan pakistan Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment