/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/messi-mbappe-kohli.jpg)
কোহলির সৌজন্যে নতুন রেকর্ড ক্রিকেট বিশ্বকাপে (টুইটার)
ক্রিকেটকে প্রতিদিনই নতুন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির অন্যতম কারণই ছিল ব্র্যান্ড বিরাটের উত্তুঙ্গ আবেদন। এবার ধর্মশালার দ্বৈরথ পিছনে ফেলে দিল ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ম্যাচের দ্বৈরথও। মেসি-এমবাপের ওয়ার্ল্ড কাপের অনলাইন ভিউয়ারশিপ এবারও হেরে গেল ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম নিউজিল্যান্ড মহারণের । অনলাইনে কোনও স্পোর্টস ইভেন্টের সর্বোচ্চ ভিউয়ারশিপ পেল এই ম্যাচই।
বিশ্বকাপ অনলাইনে দেখানো হচ্ছে ডিজনি প্লাস হটস্টার-এ। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করেছেন ৪.৩ কোটি (৪৩ মিলিয়ন) কনকারেন্ট ভিউয়ার (প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কত ভিউয়ার)। টুইটারে বিরাট কীর্তির খবর ফলাও করে ঘোষণা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি, "দেজা ওয়া হোয়া! আমাদের আরও একটা রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স। এবার কি হ্যাটট্রিকের সময় আসন্ন?"
Déjà woohoo! Another record-breaking performance by all of us! 🎉🥳
Time for a hat-trick?🤞#INDvNZpic.twitter.com/IBm2V39dIl— Disney+ Hotstar (@DisneyPlusHS) October 22, 2023
ভারতে এর আগে কোনও ক্রীড়া ইভেন্টের সর্বোচ্চ কনকারেন্ট ভিউয়ারশিপ ছিল গত বছর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালের দখলে। মেসি-এমবাপের মহারণে জিও সিনেমা প্ল্যাটফর্মে কনকারেন্ট ভিউয়ারশিপ ছিল ৩.২ কোটি (৩২ মিলিয়ন)। রুদ্ধশ্বাস সেই ম্যাচে মেসির আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
যাইহোক, ধর্মশালায় শচীনের ওয়ানডে শতরান ছুঁয়ে ফেলার মোক্ষম সুযোগ ছিল বিরাট কোহলির কাছে। তবে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। কোহলি ব্যক্তিগত সৌধের কীর্তি গড়তে ব্যর্থ হলেও ভারত টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল রবিবারের পর। ৬ উইকেট ভারত হারালেও টিমকে জয়ের রাস্তায় সযত্নে পৌঁছে দেন বিরাট কোহলি।
শেষদিকে কোহলির শতরান এবং ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রান একই হয়ে দাঁড়ায়। ঠিক বাংলাদেশ ম্যাচের মত। বাংলাদেশ ম্যাচে কোহলি ছক্কা হাঁকিয়ে একইসঙ্গে নিজের সেঞ্চুরি এবং দলের জয় নিশ্চিত করতে পারলেও কিউই ম্যাচে আর পারেননি। তাড়াহুড়ো করে ম্যাট হেনরিকে তুলে মারতে গিয়ে শতরান মিস করে বসেন কিংবদন্তি। আপাতত দিন দশেকের ছুটি ভারতের। আগামী সপ্তাহে ভারত পরবর্তী ম্যাচে নামবে চূড়ান্ত অফফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বেই সেঞ্চুরি সংখ্যায় কোহলি ক্রিকেট ঈশ্বর শচীনকে ছুঁয়ে ফেলেন কিনা, সেটা দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us