Advertisment

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিং: শীর্ষেই রইলেন বিরাট-বুমরা

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকলেন বিরাট কোহলি ও যসপ্রীত বুমরা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদ্যপ্রকাশিত তালিকায় এক নম্বর আসনটাই ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার দুই স্টার ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Jasprit Bumrah

বিরাট কোহলি ও যসপ্রীত বুমরা (ছবি টুইটার)

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকলেন বিরাট কোহলি ও যসপ্রীত বুমরা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদ্যপ্রকাশিত তালিকায় এক নম্বর আসনটাই ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার দুই স্টার ক্রিকেটার। ৮৯৯ পয়েন্টের সৌজন্যে ব্যাটসম্যানদের তালিকায় মগডালে বিরাট। বোলারদের মধ্যে সবার ওপরেই বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজে কোহলি দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই ফর্ম্যাটে ১০,০০০ রান করেছিলেন। বুমরাও ছিলেন চেনা ছন্দে।

Advertisment

ভারতের ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন বিরাটের পরেই। ব্যাটসম্য়ানদের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি। রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান আট নম্বরে। ন’নম্বর থেকে এক ধাপ এগিয়েছেন তিনি। প্রথম দশে রয়েছেন এই তিন ভারতীয় ব্য়াটসম্যানই। দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ২০ নম্বরে। বোলারদের মধ্যে ৮৪১ পয়েন্ট নিয়ে একে যেমন বুমরা রয়েছে, তেমনই দু’ধাপ নিচে রয়েছেন কুলদীপ যাদব। কুলদীপের রিস্ট স্পিন সঙ্গী যুজবেন্দ্র চাহাল তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে এসেছেন। আফগানিস্তানের রশিদ খান ৩৫৩ পয়েন্টেের সুবাদে ওয়ান-ডে ফর্ম্যাটের এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা ধরে রেখেছেন। দলীয়  র‌্যাঙ্কিংয়ে ১২৬ পয়েন্ট নিয়ে একে ইংল্যান্ড। দুয়ে কোহলির ভারত। টিম ইন্ডিয়ার সংগ্রহে ১২১ পয়েন্ট।

আরও পড়ুন: আইসিসি টি-২০ র‌্যাঙ্কিং: দু’নম্বরেই ভারত, কেরিয়ারে সেরা উত্তরণ কুলদীপের

আপাতত টিম ইন্ডিয়া ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছে। আর কিছুদিন পরেই তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্য়ে রওণা দেবে। ইংল্যান্ডের পর ভারতের সামনে বিদেশের মাটিতে আবারও অগ্নিপরীক্ষা। স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া এখন ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে। বিরাটদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার। এখন দেখার ক্যাঙ্গারুর দেশে কোহলি অ্যান্ড কোং নিজেদের আধিপত্য় বজায় রাখতে পারে কি না! এই সফরের দিকে চোখ থাকবে ক্রিকেটবিশ্বের।

Virat Kohli ICC Ranking ODI
Advertisment