Advertisment

স্টেডিয়ামে মাত্র ৪০০০ দর্শক! জয় শাহদের অস্বস্তি বাড়িয়ে বিশ্বকাপের শুরুতেই মুখ পুড়ল ভারতের

ভারতকে অপদস্থ করল বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah

ফাঁকা স্টেডিয়ামে শুরু হয়ে গেল বিশ্বকাপ (টুইটার)

ভারতের ধর্মেই ক্রিকেট। ক্রিকেট ঘিরে আসমুদ্র হিমাচল পাগলামি একমাত্র ভারতেই দেখা যায়। ইংল্যান্ড ক্রিকেটের ধাত্রীগৃহ হতে পারে, তবে ভারতের রক্তে ক্রিকেট। সেই ভারতে বিশ্বকাপ শুরু হয়ে গেল লক্ষ্মীবারে। তবে এত ম্যাড়ম্যাড়েভাবে বিশ্বকাপের ঢাকে কাঠি ফেলা হল, তাতে বিসিসিআইয়ের আয়োজন দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল প্ৰথম ম্যাচ চলাকালীনই।

Advertisment

মুম্বই, কলকাতার মত ক্রিকেট প্রসিদ্ধ ভেন্যু ছেড়ে বিশ্বকাপের ওপেনিং ম্যাচ ফেলা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজারের দর্শক আসন রয়েছে যেখানে। তবে দর্শকসংখ্যা বাদ দিয়ে ক্রিকেটের কুলীনতা বিচার্য হলে ভারতের প্ৰথম পাঁচ শীর্ষ স্টেডিয়ামের মধ্যে আসে না মোতেরা তথা অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

১ লক্ষ ৩২ হাজারি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের প্ৰথম ম্যাচ দেখতে হাজির মাত্র ৪০০০ দর্শক। যা দেখে রাগে ফোঁস করে উঠছে ক্রিকেট মহল। এমনিতেই উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবার চালু হয়ে গিয়েছে বিশ্বকাপ। বোর্ডের তরফে বলা হয়েছিল ম্যাচ শুরু দুপুর দুটোয়। তার আগে দুপুরে নাকি আতশবাজি, লেজার শো প্রদর্শন সেরকম রংবাহারি হবে না। প্রশ্ন উঠে গিয়েছিল, তাহলে একদিন আগে রাতে কেন বিশ্বকাপের সূচনা আর মায়াবি করার বন্দোবস্ত হল না।

নমো নমো করে কেবলমাত্র ক্যাপ্টেন্স ডে-র মাধ্যমে শুরু করা হল বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের প্রত্যেক সংস্করণেই ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। ২০১১-য় ভারতের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার ঢাকায় দারুণ ওপেনিং সেরেমনি করা হয়েছিল। প্রশ্ন উঠে গিয়েছে, আইপিএলের জাঁকালো উদ্বোধন হলে ব্রাত্য কেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মত ক্রিকেটের সর্বসেরা ইভেন্ট।

একে তো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিশ্বকাপ। তার ওপর প্ৰথম ম্যাচে হাজির মাত্র হাজার চারেক দর্শক। যা নিয়ে মেগা ইভেন্টের বর্ণহীনতা আরও প্রকট হয়েছে। গ্ল্যামার বর্জিত ওপেনিং ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে কার্যত কোনও উৎসাহ তৈরি করতে ব্যর্থ হয়েছে বিসিসিআই। এমনটাই বলা হচ্ছে। সেই কারণেই দৈত্যাকার স্টেডিয়ামের তিন শতাংশও পূর্ণ হয়নি। ফাঁকা স্টেডিয়ামের এই চিত্র দেখে বোর্ডের অস্বস্তি নিঃসন্দেহে বেড়েছে।

শচীন তেন্ডুলকারকে বিশ্বকাপের ব্র্যান্ড আম্বাসাডর করা হয়েছিল। তিনি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন। তিনি ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করেন। তবে মাস্টার ব্লাস্টারের ম্যাজিকও গ্যালারিতে দর্শক টানতে পারেনি। বলা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান না করার কারণেই স্টেডিয়ামে মুখো হননি দর্শকরা। এমনিতে ওয়ার্ল্ড কাপ জুড়ে টিকিটের হাহাকার চলছে। অর্ধেক ম্যাচের টিকিট অনলাইনে 'সোল্ড' বলা হচ্ছে। প্রশ্ন উঠে গিয়েছে, সমস্ত টিকিটই যদি নিঃশেষিত তাহলে প্ৰথম ম্যাচে এত কম দর্শক হাজির কেন। নতুন কেলেঙ্কারির ইঙ্গিতও করেছেন অনেকে।

যাইহোক, টসে জিতে ইংল্যান্ডকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ইংল্যান্ডের হেভিওয়েট ব্যাটিং লাইনআপ ৫০ ওভারে ২৮২-এর বেশি তুলতে পারেনি। জো রুট হাফসেঞ্চুরি করে দলকে টানেন। ক্যাপ্টেন জস বাটলার ৪৪ করেন। নিউজিল্যান্ডের হয়ে সফলতম বোলার ম্যাট হেনরি। তিনটে উইকেট দখল করেন তিনি। গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার-ও স্লো পিচে জোড়া উইকেট শিকার করেন।

ICC BCCI England New Zealand ICC Cricket World Cup Ahmedabad
Advertisment