ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। গ্রুপ পর্বে অজিরাও ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে। তবে প্রথম ম্যাচে খেলতে নামার আগেই বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, দলের সেরা অলরাউন্ডার মার্কাস স্টোয়িনিস খেলতে পারবেন না ভারতের বিপক্ষে।
ফক্স স্পোর্টসে জানানো হয়েছে, স্টোয়িনিস পুরোপুরি চোটমুক্ত নন। তাঁকে ছাড়াই নামতে হবে প্যাট কামিন্সদের। ভারতের পিচে স্টোয়িনিসের মত স্লো মিডিয়াম পেসার ভীষণই উপযোগী। তাছাড়া লোয়ার অর্ডারে অজিদের ফিনিশারের ভূমিকা থাকে তাঁর কাঁধে। আইপিএলে বছরের পর বছর খেলার সূত্রে ক্যাঙ্গারু অলরাউন্ডার এখানকার পিচ, পরিবেশ সম্পর্কে বেশ ওয়াকিবহাল। তাঁকে ছাড়া খেলতে নামা অজিদের কাছে রীতিমত বড় ধাক্কা।
বিশ্বকাপে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল, সেই সিরিজের শেষ দুই ম্যাচে খেলেননি স্টোয়িনিস। সেই সিরিজের পর দুটো ওয়ার্ম ম্যাচেও অংশ নেননি তিনি। অজিদের হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ভারতের বিপক্ষে মোহালিতে প্ৰথম ম্যাচে খেলার সময়েই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
কোনওভাবে স্টোয়িনিস যদি খেলতে না পারেন, তাহলে ক্যামেরন গ্রিন প্ৰথমবার ওয়ার্ল্ড কাপে খেলবেন। স্টোয়িনিস ছাড়াও অজিদের ১৫ জনের স্কোয়াডে থাকা ট্র্যাভিস হেড-ও আঙুলে চিড় ধরার কারণে টুর্নামেন্টের অর্ধেক ম্যাচে খেলতে পারবেন না। অজিদের মধ্যে চোট সারিয়ে ফিরেছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং স্টিভ স্মিথ। গোড়ালিতে চোট সারিয়ে গ্লেন ম্যাক্সওয়েলও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। সবমিলিয়ে বিশ্বকাপ অভিযানে এসে বেশ বিপাকে অস্ট্রেলিয়া।
যাইহোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ভারত গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তান ম্যাচের পরেই টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১৪ অক্টোবর। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।