Advertisment

মুখে গুটখা নিয়ে ভারত-পাক ম্যাচে ঢোকার প্ল্যানিং! বড় শাস্তি দিতে তৈরি আহমেদাবাদ পুলিশ-ও

সঙ্গে গুটখা থাকলেও পাকড়াও করবে পুলিশ

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-pak

ভারত-পাক ম্যাচের এক দৃশ্য (টুইটার)

ভারত পাকিস্তান দ্বৈরথের আগে ঘুম উড়েছে আহমেদাবাদ পুলিশের। লক্ষ লক্ষ মানুষকে সামলাতে হবে। ফুলপ্রুফ সিকিউরিটির বন্দোবস্ত করতে হবে। সেই সঙ্গে তাঁদের কড়া নজর রাখতে হবে সমস্ত দর্শকদের ওপর। গুটখা সমেত কাউকে দেখলেই পাকড়াও করতে হবে। গুজরাট ক্রিকেট সংস্থার পক্ষ থেকে আহমেদাবাদ পুলিশকে অনুরোধ করা হয়েছে গুটখা সমেত কোনও দর্শককে যেন স্টেডিয়ামে প্রবেশাধিকার না দেওয়া হয়। এতে ম্যাচ চলাকালীন নাকি ব্যাপক বিঘ্ন ঘটে।

Advertisment

কেন গুটখায় আপত্তি? বলা হচ্ছে, ওয়াশরুমের পাইপ জ্যাম করে দেয় গুটখা। যাতে বেসিনের জল গলতে পারে না। এছাড়াও পরিবেশ নোংরা করতে পান মশালার জুড়ি মেলা ভার। স্টেডিয়ামের আসন তো বটেই যত্রতত্ৰ পানের পিকের দাগ স্টেডিয়ামের সৌন্দর্যে প্রভাব ফেলে। তাছাড়া সেই দাগ তুলতে পকেট থেকে রীতিমত বড়সড় অঙ্কের গচ্চা দিতে হয় স্টেডিয়াম কর্তৃপক্ষকে।

গত বছরই গুজরাট সরকার গুটখা এবং নিকোটিন সমৃদ্ধ পান মশলায় নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সেই নিষেধকেই বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে পান মশলার বিক্রি।

গুজরাট ক্রিকেট সংস্থার এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, "এই মশলার দাগ দূর করতে লোকবলের সঙ্গে প্রচুর অর্থের অপচয় ঘটে। অনেক সময় সিঙ্কের জল উপচে পড়ে। কারণ সকলেই বেসিনে গুটখার থুতু ফেলে চলে যায়। এতে পাইপ ব্লক হয়ে যায়। আমরা পুলিশকে অনুরোধ করেছি যাতে গুটখা মুখে নিয়ে কোনও দর্শককে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া হয়।"

শুভমান গিলের খেলার সম্ভবনা ৯৯ শতাংশ:
রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে জানিয়েই দিয়েছেন শুভমান গিলের ৯৯ শতাংশ খেলার সম্ভবনা রয়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্ৰথম দুই ম্যাচে খেলতে পারেননি তারকা। ম্যাচের আগের দিন ঘন্টাখানেক নেটে চুটিয়ে অনুশীলন সারলেন তিনি। তিরুবন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলে চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার নামার পরেই জানতে পারা যায় শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। তারপর জাতীয় দলের সঙ্গে দিল্লিতে না গেলেও চেন্নাই থেকে সরাসরি তারকাকে আহমেদাবাদে উড়িয়ে নিয়ে আসা হয়। থ্রো ডাউন স্পেশ্যালিস্টের তত্ত্বাবধানে গিল শুক্রবার চুটিয়ে অনুশীলন সারেন। থ্রো ডাউন সেশনের পরে বিরাট কোহলির পাশের নেটে রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি সহ বাকি নেট বোলারদের মোকাবিলা করেন তরুণ তুর্কি।

এই ঘটনা যদি ইঙ্গিতবাহী হয়, তাহলে গিলের পাক ম্যাচে খেলার সম্ভবনা একশো শতাংশ। গুজরাট টাইটান্স-এর হয়ে আইপিএলে খেলার সুবাদে এই মাঠ কার্যত গিলের হোমগ্রাউন্ড। আইপিএলে এই মাঠেই বেশ কিছু বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তারকা।

ওয়ার্ল্ড কাপের মেগা ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে আসা রোহিতকে জিজ্ঞাসা করা হয় শুভমান গিলের পাকিস্তান ম্যাচে খেলার সম্ভবনা রয়েছে কিনা! রোহিত জানিয়ে দেন, "গিলের খেলার সম্ভবনা ৯৯ শতাংশ। তবে আমরা আগামীকাল সকালে সিদ্ধান্ত নেব।"

শনিবারের হাই-প্রোফাইল ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ। ম্যাচের আগেই পিসিবি চেয়ারম্যান ভারতে পৌঁছে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনাও সারবেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ চালু করতে মরিয়া পাকিস্তান। সেই উদ্দেশ্য সাধনেই ভারত-পাক ম্যাচের সময় জয় শাহদের রাজি করতে চাইবেন জাকা আশরাফ।

pakistan Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Indian Team Ahmedabad
Advertisment