Advertisment

মন্ত্র পড়েই হার্দিক আউট করলেন ইমামকে! চিটিংবাজ বলল পাকিস্তান, দেখুন বিস্ফোরক ভিডিও

বেনজির বিতর্ক ভারত-পাক ম্যাচে, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
hardik-imam

হার্দিকের আউট করার ধরণ নিয়ে প্রশ্ন (টুইটার)

ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। স্কোরবোর্ডে ৭৩ রান যোগ করার ফাঁকেই পাকিস্তান দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। পাকিস্তান শুরুটা দারুণ করেছিল। তবে দ্রুতই আব্দুল্লাহ শফিক এবং ইমাম-উল হক আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া আক্রমণে এসেই আউট করে দেন ইমামকে।

Advertisment

ক্রিজে টিকে যাওয়া পাক ওপেনারকে আউট করার জন্য হার্দিক নাকি মন্ত্রের আশ্রয় নিয়েছেন। এমনই এক ভিডিওয় উত্তাল সোশ্যাল মিডিয়া। ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, ইমামকে আউট করার আগে বল মুখের কাছে নিয়ে গিয়ে কিছু একটা বললেন। সেই ডেলিভারিতেই হার্দিকের শিকার হন ইমাম-উল হক। পাক সমর্থকরা এই নিয়ে গরম গরম বিবৃতিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সরাসরি তাঁরা হার্দিককে 'প্রতারক' বলে দিচ্ছেন।

কেন হার্দিককে প্রতারক বলছেন তাঁরা? পাক সমর্থকদের বক্তব্য, বল করার আগে থুতু ছিটিয়েছিলেন ভারতীয় তারকা। ফরিদ খান নামের এক টুইটার ব্যবহারকারী বলে দিয়েছেন, বল করার আগে থুতু মিশিয়ে দিয়েছিলেন হার্দিক। অনেকেই আবার বলছেন মন্ত্র পড়ে পাক ব্যাটসম্যানকে ফেরালেন তিনি। তবে তিনি কী করেছিলেন, একমাত্র হার্দিক পান্ডিয়াই বলতে পারবেন।

যাইহোক, মোদি স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে প্ৰথমে ব্যাট করতে নামান রোহিত শর্মা। সিরাজ-বুমরার আক্রমণের সামনে পাকিস্তান শুরুটা ভাল করেছিল। বুমরার সামনে খাপ খুলতে না পারলেও সিরাজ পরপর বাউন্ডারি হজম করছিলেন। ইমাম-উল হক এবং শ্রীলঙ্কা ম্যাচের নায়ক আব্দুল্লা শফিক পজিটিভ ভঙ্গিতে শুরু করেন স্লো লো বাউন্স পিচে। এই পিচেই প্ৰথম ভারতকে উইকেট এনে দেন মহম্মদ সিরাজ।

শুরুর স্পেলে খারাপ বোলিং করলেও সিরাজ দ্রুত কামব্যাক করেন। ক্রস সিমে হার্ড লেন্থে বল করে লেগ বিফোর করেন শফিককে। কিছুক্ষণ পরেই হার্দিক পান্ডিয়ার সেই বহু আলোচিত উইকেট।

৭৩/২ হয়ে যাওয়ার পর পাকিস্তান ম্যাচে ফেরে মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পার্টনারশিপে ভর করে। দুজনে যখন ভারতীয় বোলারদের হতাশা বাড়াচ্ছিলেন, সেই সময় ফেলে একবার ঝটকা দেন মহম্মদ সিরাজ। ক্রস সিমেই ফেরান হাফসেঞ্চুরিয়ন বাবর আজমকে। ভাঙন ধরান ৮২ রানের পার্টনারশিপে।

Indian Team Hardik Pandya ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Pakistan Cricket
Advertisment