শ্রীলঙ্কার বিপক্ষে মাইন্ড গেম খেলে ইতিহাস গড়া জয় ছিনিয়ে নিয়েছিলেন। ভেবেছিলেন ভারতের সঙ্গেও সেই ট্যাকটিক্স খেটে যাবে। তবে মহম্মদ রিজওয়ান টের পেলেন ভারত কী বস্তু। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যামথ রান চেজ করতে নেমে হ্যামস্ট্রিংয়ে পুল ধরার ভান করছিলেন। বারবার পড়ে যাচ্ছিলেন মাটিতে। আবার উঠে পাথিরানা, থিকসানাদের বল বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন। রিজওয়ানের এই কৌশল ধরতে পারেননি লঙ্কান বোলাররা। চাপ আলগা করে দেন বোলাররা।
Advertisment
সেই ফাঁক-ফোঁকর ধরেই দলকে ৩৪৫ রানের টার্গেট চেজ করে জিতিয়ে দেন রিজওয়ান। ভারতের বিপক্ষে আবার অন্য কৌশল চালু করেন তারকা। রিজওয়ান ব্যাট করতে নামার পর ভারতীয় বোলাররা চাপ বাড়াচ্ছিলেন। ছন্দ নষ্ট করার জন্য সময় অপচয়ের পন্থা বেছে নিয়েছিলেন। যাতে ভারতীয় বোলারদের মোমেন্টাম নষ্ট হয়ে যায়। এই কৌশল ধরতে পেরেই রোহিত শর্মারা আম্পায়ারের কাছে অভিযোগ জানান। বিরাট কোহলি আবার হাতে ঘড়ির দিকে তাকানোর ভঙ্গি করেন। সেই ভিডিও এখন নেট দুনিয়ার সৌজন্যে ভাইরাল।
ভালো শুরু করার পরেও পাকিস্তানি ওপেনাররা দ্রুত আউট হয়ে যান। ১৩তম ওভারে ইমাম উল হক হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার পরই ক্রিজে নামেন। চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন পাক কিপার ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিপক্ষে হাফসেঞ্চুরির পর শ্রীলঙ্কা ম্যাচে দুর্ধর্ষ শতরান করেছিলেন। শনিবার-ও কঠিন সময়ে ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ গড়ে যান।
অবশ্য নিজের ইনিংসে রিজওয়ান মোটেই ছন্দে ছিলেন না। ইনিংসের শুরুতেই জাদেজার বলে ফিরে যেতে পারতেন তিনি। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়াও দেন। রিভিউ নিয়ে বাঁচেন তিনি। সেই সময় মাত্র ১ রানে ব্যাট করছিলেন তিনি।
বাবর আজম হাফসেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে যান। তবে রিজওয়ান আর হাফসেঞ্চুরি করতে পারেননি। বুমরা রিজওয়ানকে বোল্ড করার পর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। তাসের ঘরের মত ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। শেষ ৩২ রানে পাকিস্তান ৭ উইকেট হারায়। মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।