বিশ্বকাপে কোনওকিছুই যেন প্ল্যান মাফিক হচ্ছে না পাকিস্তানের। পেস বোলারদের অবস্থা তথৈবচ। দলের একনম্বর পেসার শাহিন শাহ আফ্রিদিকে টার্গেট করেছিলেন রবি শাস্ত্রী। ভারত ম্যাচের পরেই শাস্ত্রী বলে দেন, শাহিনকে নিয়ে এত মাতামাতি করার কোনও অর্থই নেই। হ্যারিস রউফকে আবার ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আক্রম।
স্পিন বোলার হিসাবে মহম্মদ নওয়াজ, শাদাব খানরা তুমুল ব্যর্থ। ওসামা মিরকে অস্ট্রেলিয়া ম্যাচে খেলিয়েও লাভ হয়নি। তবে পাকিস্তানের সবথেকে বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং বিভাগ। পাওয়ার প্লে-তে দুই পাক ওপেনার নিয়ম করে সমস্যায় ফেলছেন দলকে। আউট না হলেও একদম কম স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। এমনকি পাওয়ার প্লে-র ফায়দা নিয়ে ছক্কাও হাঁকাতে পারছেন না ইমাম-উল হক, আব্দুল্লা শফিকরা। সেই কারণে ব্যাটে দুজনে রান পেলেও প্রত্যাশিত ছন্দ আনতে পারছেন না ইমাম-শফিকরা।
আরও পড়ুন: ধুলোয় মিশল পাকিস্তানের সব গর্ব! ইতিহাস গড়া আফগানদের হাতে বধ বাবর বাহিনী
ভারতের পাটা ব্যাটিং পিচে যেখানে রহমনুল্লাহ গুরবাজ, রোহিত শর্মা, শুভমান গিল, মিচেল মার্শ, হেনরিখ ক্লাসেনরা ছক্কার বন্যা ছুটিয়ে দিচ্ছেন, সেই সময় পাক ব্যাটারদের ব্যাট এত নিষ্প্রভ কেন?
এমন প্রশ্নের জবাবেই অদ্ভুত উত্তর দিলেন পাক ওপেনার ইমাম উল হক। আফগানিস্তান ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ইমামের অদ্ভুত যুক্তি, ডায়েটের কারণেই নাকি বিগ হিট নিতে পারছেন না তাঁরা। ইমাম বলে দিলেন, "হয়ত আমাদের ডায়েটে কার্বোহাইড্রেট কমিয়ে বেশি পরিমাণ প্রোটিন খেতে হবে। তবে এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। এমন নয় যে আমরা চার-ছক্কা হাঁকাতে চাই না। তবে যা করছি দলের কথা মাথায় রেখেই করছি আমরা।"
ঘটনাচক্রে, হায়দরাবাদে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছিল পাক দল। হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছিলেন পাক তারকারা। অনেক পাক তারকা আবার করাচির বিরিয়ানির থেকেও হায়দরাবাদের বিরিয়ানিকে এগিয়ে রেখেছিলেন।
এমনকি হায়দরাবাদে জোড়া ওয়ার্ম আপ ম্যাচের পর হার হজম করতে হয় পাক দলকে। সেই সময় দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাদাব খান হর্ষ ভোগলেকে কিছুটা মজা করেই বলে দিয়েছিলেন, "আমরা প্রত্যেক দিনই হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। এই কারণেই মাঠে হয়ত একটু স্লো হয়ে পড়ছি।”
হায়দরাবাদে টানা বিরিয়ানি খেয়ে ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন পাক তারকারা। এমনটাই একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল এর আগে। নবভারত টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, টানা বিরিয়ানি খেয়ে খেয়ে পাক তারকারা আপাতত আর বিরিয়ানি খেতে চাইছেন না। পাক দলের সঙ্গে আসা ম্যানেজার উমর ফারুখ কালসন জানিয়েছেন, সকলেই তাঁদের ‘আদর’ করে বিরিয়ানি খাওয়াচ্ছে। কালসন সাংবাদিকদের মজা করে বলেছেন, অনেক বিরিয়ানি খাওয়া হয়েছে। তাঁরা আপাতত চাপাতি খেতে চান।
বিরিয়ানি প্রেমী পাক তারকাদের ফিটনেসে কি তাহলে বিশ্বকাপে থাবা বসিয়েছে অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার? প্রশ্ন করছেন পাক তারকারা।