পাকিস্তান পারেনি। ভারতের মাটিতে ভারতকে বিশ্বকাপের মঞ্চে হারিয়ে ইতিহাস বদলাতে পারেনি। আহমেদাবাদে এক লাখি দর্শকদের সামনে হাঁটু গেড়ে ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন শাহিন আফ্রিদি, বাবর আজমরা। কোনও লড়াই-ই ছুঁড়ে দিতে পারেনি পাক দল। ভারতকে তাই হারানোর জন্য পাক মডেল শেহর শিনওয়ারি এবার ভরসা করছেন বাংলাদেশের ওপর।
Advertisment
বৃহস্পতিবার ভারত সরাসরি নামছে বাংলাদেশের বিপক্ষে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে গলা ফাটাবেন পাক মডেল কন্যা শেহর শিনওয়ারি। মহারণের আগে বাংলাদেশ দলকে লোভনীয় প্রস্তাব দিয়ে রাখছেন তিনি। জানাচ্ছেন, বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে তিনি বাংলাদেশি কোনও ছেলের সঙ্গে ডেটিংয়ে যাবেন।
টুইটারে পাক কন্যা লিখে দিয়েছেন, "ইনশাআল্লাহ আমার বাঙালি বন্দুরা (বন্ধু) পরের ম্যাচেই আমাদের হারের বদলা নেবে। যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে, তাহলে ঢাকায় গিয়ে এক বাঙালি ছেলের সঙ্গে মাছের ডিনার-ডেটে যাব।"
InshAllah my Bangali Bandu will avenge us in the next match. I will go to dhaka and have a fish dinner date with Bangali boy if their team managed to beat India ✌️❤️ 🇧🇩
নিজেকে সমাজকর্মী বলতে ভালবাসেন। ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে রাহুল গান্ধীকে পছন্দ করেন। নরেন্দ্র মোদির তুমুল সমালোচক। কাশ্মীর, প্যালেস্টাইনের ওপর 'নিপীড়নের' প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা পোস্ট করেছেন একাধিকবার।
তবে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ডিনার-ডেটের প্রস্তাব দিয়ে নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। বাংলাদেশ এমনিতে সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে ক্রিকেট মাঠে বেশ সফল। শেষ চার সাক্ষাতে তিনবার-ই জয় ছিনিয়ে নিয়েছে টাইগার বাহিনী। এমনকি এশিয়া কাপে কোনও দল ভারতকে হারাতে না পারলেও বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ভারতকে।
Only Bangladesh team can teach Indian team a good lesson ❤️✌️
তবে সাম্প্রতিক ফলাফল যাই হোক না কেন, ভারত বর্তমানে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই ভারত একপেশেভাবে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানকে। অন্যদিকে, আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ টানা দুটো ম্যাচে হার হজম করে বসেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে।
শিনওয়ারির সঙ্গে ডিনার-ডেটে যাওয়ার জন্য বাংলাদেশি ক্রিকেটাররা ভারতের বিপক্ষে অসম্ভব জয় পায় কিনা, তা সময়ই বলবে।