Advertisment

গাজার ভাই-বোনদের জন্য মন কাঁদছে! ভারত বিশ্বকাপে এসে হামাস জঙ্গিদের পাশেই রিজওয়ান

আন্তর্জাতিক রাজনীতির বার্তা মহম্মদ রিজওয়ানের কন্ঠে

author-image
IE Bangla Sports Desk
New Update
mohammad-rizwan

সেঞ্চুরির পর প্রার্থনারত মহম্মদ রিজওয়ান (টুইটার)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিহাস গড়ে দলকে জিতিয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে। নিজের সেঞ্চুরিকে ম্যাচের পরেই রিজওয়ান উৎসর্গ করলেন গাজা ভূখণ্ডের অধিবাসীদের।

Advertisment

হামাস জঙ্গিদের আক্রমণ সামলে পাল্টা প্রত্যাঘাত হেনেছে ইজরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্যালেনস্টাইনে হামাসের সমস্ত সদর দফতর। মৃতের সংখ্যা বেশ কয়েক হাজার। আহতও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গাজার ইজরায়েল আক্রমণাত্মকভাবে জল, বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মত দেশ সরাসরি ইজারায়েলের ওপর নৃশংস জঙ্গি হামলার নিন্দা করেছে। অন্যদিকে, ইরানের মদতপুষ্ঠ হামাস এবং প্যালেনস্টাইনের সঙ্গে সহমর্মিতার বার্তা পাঠিয়েছে বাংলাদেশের মত দল। এমন ভূ-রাজনৈতিক ইস্যুতেই এবার মুখ খুললেন মহম্মদ রিজওয়ান। তাও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে।

বুধবার নিজের টুইটার একাউন্টে রিজওয়ান লিখে দেন, "এই ইনিংস আমার গাজার ভাই-বোনদের জন্য। জয়ে সাহায্য করতে পেরে ভাল লাগছে। আসাদ শফিক, হাসান আলিরও কৃতিত্ব প্রাপ্য। জয় সহজ করে তোলার জন্য। হায়দরাবাদের মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছেন, আতিথেয়তা দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।"

৩৪৫ রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই পাকিস্তান ইমাম-উল হক এবং বাবর আজমকে হারিয়ে ফেলেছিল। ৩৭/২ হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান এরপরেই আসাদ শফিকের সঙ্গে ১৭৬ রানের পার্টনারশিপ গড়ে যান। রিজওয়ান নিজেও ১২১ বলে ১৩১ করেন। নিজের ইনিংসে আট বাউন্ডারির পাশাপাশি তিনটে বিশাল ছক্কাও হাঁকিয়ে যান। ১০ বল বাকি থাকতে হাতে ৬ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের পর সেরা পুরস্কার হাতে নিয়ে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার বলে দিয়েছেন, "দেশের জন্য পারফর্ম করাটা সবসময়ই গর্বের বিষয়। এখন আমি কার্যত বাকরুদ্ধ। ম্যাচটা কঠিন ছিল। বোলিংয়ের পর ড্রেসিংরুমে ফিরে সকলেই আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। টানা দুটো জয় নিয়ে পাকিস্তান আপাতত বিশ্বকাপে বেশ ভাল সূচনা করল। পাকিস্তানের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নামবে ভারতের বিপক্ষে আহমেদাবাদে। ১৪ অক্টোবর। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Palestine Israel Israel-Palestine clash israel palestine war ICC Cricket World Cup Cricket World Cup pakistan Pakistan Cricket
Advertisment