Advertisment

৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেব ভারতকে! রোহিত-কোহলিদের আতঙ্ক বাড়িয়ে বড় প্রতিজ্ঞা শাহিন আফ্রিদির

ভারত ম্যাচে নামার আগেই হুঙ্কার ছাড়লেন শাহিন আফ্রিদি

author-image
IE Bangla Sports Desk
New Update
shaheen-afridi

ভারতের বিপক্ষে ৫ উইকেট নিতে চান শাহিন আফ্রিদি (টুইটার)

নাসিম শাহ এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিল। বদলে বিশ্বকাপে তড়িঘড়ি ডেকে আনা হয়েছে হাসান আলিকে। ভাবা হয়েছিল শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলির পেস ত্রয়ী কাঁপুনি ধরিয়ে দেবেন বিপক্ষের ব্যাটিং লাইন আপকে। কোথায় কী!

Advertisment

প্ৰথম দুই ম্যাচেই পাকিস্তানের হতশ্রী দশা প্রকট হয়েছে। হ্যারিস রউফ তো বটেই নতুন বল হাতে দিশেহারা লেগেছে শাহিন আফ্রিদিকে। শুরুর স্পেলে মোটেই দলকে উইকেট এনে দিতে পারছেন না শাহিন আফ্রিদি। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা ম্যাচে জিতলেও তীব্র সমালোচিত হয়েছে পাক পেসারদের অফফর্ম।

নেদারল্যান্ডস ম্যাচে নিষ্প্রভ ছিলেন। শ্রীলঙ্কা ম্যাচেও তুমুল মার হজম করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার ৯ ওভার বল করেছিলেন আফ্রিদি। ৬৬ রান খরচ করে বসেন তিনি। নেন মাত্র ১ উইকেট। শনিবার-ই ভারতের বিপক্ষে মহা-ম্যাচে নামছে পাকিস্তান। ফর্মে থাকা ভারতীয় ব্যাটারদের কাছে কী অবস্থা হবে, ভাবতেই অনেক পাক সমর্থক শিউরে উঠছেন।

তবে আহমেদাবাদে টুর্নামেন্টের ব্লকবাস্টার ম্যাচে নামার আগেই শাহিন আফ্রিদি জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে চান তিনি। ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে আসে। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি। রেভ স্পোর্টস-এর প্রতিবেদনে শাহিন বলেছেন, "অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট (ভারতের বিপক্ষে) নেওয়ার পর।"

ভারতের বিপক্ষে প্ৰথমবার খেলতে নেমে ছাপ ফেলতে পারেননি শাহিন আফ্রিদি। তবে ২০২১-এ শাহিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়ে যান। আমিরশাহিতে সেবার টি২০ ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। ভারতের বিপক্ষে আফ্রিদি কার্যত অপ্রতিরোধ্য পারফরম্যান্স হাজির করেন। ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে যান তিনি। ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করে যান তিনি। শাহিনের অতিমানবিক পারফরম্যান্সের সৌজন্যেই পাকিস্তান সেই প্রথমবার কোনও বিশ্বকাপে ভারতকে হারাতে পেরেছিল।

ঘটনাচক্রে, শাহিন আফ্রিদির চোট নিয়ে রীতিমত সংশয় রয়েছে। পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে হালকা চোট-ও পেয়েছেন তিনি। শাহিনের ফিটনেস ইস্যু প্রকাশ্যে চলে এসেছে শ্রীলঙ্কা ম্যাচের সময়েই। কুশল মেন্ডিস ব্যাটিং করার সময়ে সজোরে শট হাঁকিয়েছিলেন। যা শাহিনের হাঁটুতে আছড়ে পড়ে। লঙ্কান ইনিংসের পঞ্চম ওভার চলাকালীন শাহিন বল করছিলেন। সেই ওভারেই সজোরে স্ট্রেট ড্রাইভ হাঁকান কুশল মেন্ডিস। বল হাতে দিয়ে ধরার চেষ্টা করলেও শাহিন পারেননি। আঙুলের ফাঁক দিয়ে গলে বল আঘাত হানে হাঁটুতে। এরপরেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পাক তারকাকে। খোঁড়াতে খোঁড়াতে বোলিং লাইন আপের দিকে যান। পাক সূত্রের খবর, আঙুলে চোট নিয়েও বিশ্বকাপে খেলছেন স্পিডস্টার। যদিও সরকারিভাবে কোনওকিছু স্বীকার করে নেওয়া হয়নি।

চোট-অফ ফর্ম কাটিয়ে শাহিন ভারতের বিরুদ্ধে মারণ ফর্মে ধরা দিতে পারবেন? সময়ই বলবে।

Indian Team Pakistan Army ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Pakistan Cricket
Advertisment