বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। সেই সিরিজ থেকে হার্দিক পান্ডিয়া ছিটকে গিয়েছেন চোটের কারণে। হার্দিকের জায়গায় টিম ইন্ডিয়ার নেতা হচ্ছেন সূর্যকুমার যাদব। এমনটাই আপডেট এল টিম ইন্ডিয়া শিবির থেকে।
জাতীয় নির্বাচকরা খুব শীঘ্রই সেই সিরিজের স্কোয়াড ঘোষণা করতে চলেছেন। জানা গিয়েছে, বিশ্বকাপের ঠিক পরেই এই সিরিজ হওয়ায় দ্বিতীয় সারির দল নামানো হবে। টি২০ ফরম্যাটে ওয়ার্ল্ডের একনম্বর ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল স্কাইকে। যে সিরিজে ভারত পাঁচ ম্যাচের টি২০ খেলেছিল। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে যে চোট পেয়েছিলেন, তা পুরোপুরি সেরে ওঠেনি। এই কারণে প্রধান নির্বাচক অজিত আগারকার সূর্যকুমারকে অধিনায়ক ঘোষণা করে দিতে পারেন।
নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য প্ৰথম নয় সূর্যকুমার যাদবের। ৩৩ বছরের তারকা এর আগে মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল তো বটেই যুব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতা সূর্যকুমারকে বিশ্বক্রিকেটে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। এই ফরম্যাটে আপাতত সবথেকে বিধ্বংসী ব্যাটার তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা বিশ্বকাপে খেলা অধিকাংশ তারকাকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে চলেছেন। তবে ঈশান কিশনজ প্রসিদ্ধ কৃষ্ণ, কিংবা শার্দূল ঠাকুরের মত তারকারা যাঁরা প্ৰথম একাদশে নিয়মিত খেলেননি, তাঁদেরকে নামানো হতে পারে এই হোম সিরিজে।
বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের তরফে ভিভিএস লক্ষ্মণকে স্টপ গ্যাপ কোচের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এনসিএর আপাতত দায়িত্ব সামলাবেন বাকি সাপোর্ট স্টাফরা।
হার্দিক পান্ডিয়া পুরোপুরি চোটমুক্ত হয়ে মাঠে নামতে এখনও দু-মাসের সময় প্রয়োজন। সেই আপডেটের পরেই এল সূর্যকুমারে সম্ভাব্য অধিনায়কত্ব প্রাপ্তির সংবাদ। অস্ট্রেলিয়া সিরিজ তো হতেই দক্ষিণ আফ্রিকা সফরে তিনটে করে ওয়ানডে, টি২০ ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
তবে সেরে ওঠার জন্য হার্দিকের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।