Advertisment

অস্ট্রেলিয়া ম্যাচের আগেই ভয়ঙ্কর দুঃসংবাদ! খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার একনম্বর সুপারস্টারই

বিরাট সমস্যায় ভারতীয় দল

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নামছে চেন্নাইয়ে। তার আগেই প্রবল দুঃসংবাদ ধাওয়া করল টিম ইন্ডিয়াকে। অধুনা ক্রিকেট জগতের রাজপুত্র যাঁকে ধরা হয়, সেই শুভমান গিল-ই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। বৃহস্পতিবার চেন্নাইয়ে নেট সেশনও করেননি তিনি।

Advertisment

রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গিলের অবস্থা পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার আরও একপ্রস্থ পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গিল যদি রবিবারের মধ্যেও ফিট না হয়ে উঠতে পারেন। তাহলে টিম ম্যানেজমেন্টের কপালে চওড়া ভাঁজ পড়বে। কেএল রাহুল নাকি ঈশান কিষান-কাকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হবে, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন গিল। দেশের মাটিতে তো বটেই বিদেশের মাটিতেও রানের বন্যা বইয়েছেন। বাবর আজমের আইসিসি একনম্বর স্থান থেকে চ্যুত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। পরবর্তী সম্রাট হিসাবে গিলের মুকুটে একনম্বরের সিংহাসন ওঠা স্রেফ সময়ের অপেক্ষা।

চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেভাবে খাপ খুলতে না পারলেও ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। আইপিএলে ৮৯০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন তিনি। এশিয়া কাপেও ৩০২ রান করে দলকে চ্যাম্পিয়ন করার মুখ্য কারিগর তিনি। সস কয়েক ম্যাচে গিলের রান যথাক্রমে ১০৪, ৭৪, ২৭, ১২১, ১৯, ৫৮ এবং ৬৭।

বিশ্বকাপ অভিযানে নামার আগে চোট আঘাতে জর্জরিত ছিল টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল ইনজুরির কারণে। এমনকি এশিয়া কাপেও চোটের শিকার হয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর বদলে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Worldcup Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team Shubman Gill
Advertisment