/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/DHON.jpg)
আইসিসি-র বিশেষ ভিডিও ধোনিকে নিয়ে, মাহি বন্দনায় মাতলেন প্রতিদ্বন্দ্বীরাও
আর কিছুক্ষণ পরেই লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। আজ ম্য়াচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে বিরাট কোহলি অ্যান্ড কোং। আর ম্য়াচের আগেই ধোনিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার টুইটার হ্য়ান্ডেল ও ফেসবুক পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হলো।
চলতি বিশ্বকাপে ধোনি মন্থর ক্রিকেট খেলে চূড়ান্ত সমালোচিত হচ্ছেন। তাঁর অতিরিক্ত ডট বল খেলা দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন সমালোচকরা। কারোর কারোর মতে অবিলম্বেই অবসর নিক মাহি। আর এসবের মাঝেই আইসিসি একটি ভিডিও দিয়ে বুঝিয়ে দিল যে, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের সম্মানটা কোথায়।
???? A name that changed the face of Indian cricket
???? A name inspiring millions across the globe
???? A name with an undeniable legacyMS Dhoni – not just a name! #CWC19 | #TeamIndiapic.twitter.com/cDbBk5ZHkN
— ICC (@ICC) July 6, 2019
এই ভিডিও-তে চলতি বিশ্বকাপের ক্লিপিংয়ের সঙ্গেই রয়েছে ২০১১-র সেই বিখ্যাত ছক্কা। ওয়াংখেড়ের গ্য়ালারিতে উড়ে আসা ছয়েই ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। এই ভিডিও-তেই ধোনির স্তুতি শোনা গিয়েছে ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার জোস বাটলার এবং বেন স্টোকসের মুখে। পাশাপাশি ধোনির বন্দনায় মাতলেন বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা।
এটা দিনের আলোর মতোই পরিস্কার যে, বিশ্বকাপের পরেই দেশের জার্সি তুলে রাখবেন ধোনি। বলা যেতে পারে অস্তাচলে ধোনি। আইসিসি-র এই বিশেষ ভিডিও কি তারই ইঙ্গিত। এই প্রশ্নটাই থেকে যাচ্ছে!