Advertisment

ICC Rankings: রোহিতকে টপকে কোহলিকে চ্যালেঞ্জ! ICC র‌্যাঙ্কিংয়ে ঝড় তুলে দেওয়া কে এই অনামি হ্যারি টেক্টর

ICC rankings Harry Tector: ওয়ানডেতে আইসিসির তরফে ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হ্যারি টেক্টর রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত দুই মহীরুহকে। কোহলির (৭৬৮) থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে (৭৬৭) অবস্থান টেক্টরের। এমনকি আইরিশ এই ব্যাটার রোহিত শর্মার থেকে (৭৪৬) ২১ রেটিং পয়েন্টে এগিয়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tector

বাম থেকে ডানে বিরাট কোহলি, হ্যারি টেক্টর এবং রোহিত শর্মা। (ফাইল)

Indian Cricketers in ICC rankings:হযোগী দেশের মধ্যে অন্যতম উত্তেজক তারকা হ্যারি টেক্টর। অসাধারণ টাইমিং, এবং দৃষ্টি নন্দন সমস্ত শট- আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। তাঁর উত্থান বিশ্বক্রিকেটে বিস্ময় উদ্রেক করেছে।

Advertisment

ওয়ানডেতে আইসিসির তরফে ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হ্যারি টেক্টর রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত দুই মহীরুহকে। কোহলির (৭৬৮) থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে (৭৬৭) অবস্থান টেক্টরের। এমনকি আইরিশ এই ব্যাটার রোহিত শর্মার থেকে (৭৪৬) ২১ রেটিং পয়েন্টে এগিয়ে।

৪৫টি ওয়ানডে ম্যাচে টেক্টর ১৭৪৭ রান করেছেন। গড় ৪৯.৯১। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে পরিসংখ্যানগত দিক থেকে ভালো সময় কাটিয়েছেন তারকা। তিন সিজনে পরপর করেছেন ৩৮৪ (৭৬.৮০ গড়ে), ৭১১ (৫০.৮ গড়ে) এবং ১৪১ রান (৭০.৫০ গড়ে)।

আরও পড়ুন: বোর্ডের জোরাজুরিতে খেলতে গিয়েই বিপত্তি! জয় শাহদের জন্যই মাথায় বাজ পড়ল KKR-এর

আইসিসি রাঙ্কিংয়ের একদম শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়ার শুভমান গিল।

আইসিসি ওয়ানডে ক্রমতালিকা:
বাবর আজম (৮২৪)
শুভমান গিল (৮০১)
বিরাট কোহলি (৭৬৮)
হ্যারি টেক্টর (৭৬৭)
রোহিত শর্মা (৭৪৬)

টেস্ট রাঙ্কিং:
এদিকে, শততম টেস্টে নয় উইকেট শিকার করে রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের রাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। নিজের সেরা ছন্দেই পাওয়া গিয়েছে তারকা অফস্পিনারকে। ধর্মশালা টেস্টের প্ৰথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের ৩৬তম ইনিংসে ৫ উইকেট শিকার করেন তারকা। অশ্বিন এবং কুলদীপের দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ভারত ইংল্যান্ডকে ৪-১'এ সিরিজ হারানো সম্পন্ন করে। রাঙ্কিংয়ে বুমরাকে টপকে শীর্ষস্থান ফেরত পেলেন অশ্বিন। বুমরা রয়েছেন দুই নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ছয় উইকেট নেওয়া জস হ্যাজেলউড রয়েছেন তৃতীয় স্থানে।

রোহিত শর্মা প্ৰথম দশে ফেরত এসেছেন। বুধবার আইসিসির তরফে প্রকাশিত রাঙ্কিংয়ে হিটম্যান পাঁচ ধাপ এগিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের থেকে ১০১ রেটিং পয়েন্টে পিছিয়ে রোহিত।

দু-ধাপ এগিয়ে যশস্বী জয়সওয়াল রয়েছেন অষ্টম স্থানে। এগারো ধাপ উন্নতি হয়েছে শুভমান গিলেরও। এটাই গিলের টেস্ট কেরিয়ারের সেরা অবস্থান।

ICC Ranking ICC Ireland Indian Cricket Team
Advertisment