এখনও ২০১৯ বিশ্বকাপ আসতে বেশ কিছুটা দেরি আছে। এর মধ্যেই ২০২৩ বিশ্বকাপের চিন্তাভাবান শুরু করে দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিশ্বকাপের কোয়ালিফিকেশন পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। আইসিসি প্রেস বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দিয়েছে যে, যোগ্যতা অর্জনের নতুন প্রক্রিয়ায় তিন ধাপে ৩২টি দল লড়াই করবে ৩২ ম্যাচে। আগামী বছর জুলাই থেকে ২০২২-এর মে পর্যন্ত সেই সময় ধার্য করা হয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি-র বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্রিকেট-জুয়ায় এক নম্বরে ভারত, জানিয়ে দিল আইসিসি
৩২টি দলের মধ্যে আটটি দল সিডব্লিউসি সুপার লিগ থেকে আসবে, ১৩ দলের লড়াই হবে সেখানে। সরাসরি কোয়ালিফাই করবে তারা। শেষের পাঁচটি টিমকে সিডব্লিউসি কেয়ালিফায়ার পর্যায় লড়তে হবে। সেখানে ২৪টি আরও অ্যাসোসিয়েট সদস্যরা থাকবে। আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন বললেন, “নতুন এই পদ্ধতিতে অ্যাসোসিয়েট সদস্যরা অনেক বেশি ওয়ান-ডে খেলার সুযোগ পাবে। যদিও ২০২৩ বিশ্বকাপে দশটি দল অংশ নেবে।” রিচার্ডসন জানিয়েছেন যে, ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ফলে অ্যাসোসিয়েট সদস্যদের খেলার মানোন্নয়ন হয়েছে।” রিচার্ডসন আরও বললেন, “নতুন এই কাঠামোয় ম্যাচের সংখ্যা বাড়ছে। আমাদের সদস্যরা প্রতিযোগিতায় সুযোগ নিতে পাচ্ছে। পাশাপাশি পুরো বিষয়টা দু থেকে আড়াই বছরের মধ্যে হয়ে যাচ্ছে। আগে যেটা ছ’বছর লেগে যেত। এর ফলে দলগুলো ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা পরিস্কার রাস্তা পেল।”আইসিসি-র দেখানো রাস্তায় নিচের দিকে থাকা দলগুলো (৩২-এর মধ্যে) একটা সুযোগ পাবে যোগ্যতা অর্জনের। ২০১১-র পর ফের ভারতে হবে ২০২৩ বিশ্বকাপ। ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে ম্যাচ। ২০১১-তে বিশ্বকাপ উঠেছিল ধোনির ভারতের হাতে। এবার কি কোহলি পারবেন ঘরের মাঠে দেশকে বিশ্বকাপ জেতাতে!