/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/ICC-submitted-a-bid-to-include-the-womens-T20-cricket-in-CWG-2022..jpg)
কমনওয়েলথে মহিলাদের টি-২০ ক্রিকেট চায় আইসিসি, জমা দিল দরপত্র (ছবি টুইটার)
২০২২ সালে লন্ডনের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস (সিডব্লিউজি)। এবার কমনওয়েলথের আসরে মহিলাদের টি-২০ ক্রিকেটকেও অন্তর্ভুক্ত করা হোক। এই মর্মেই সোমবার সিডব্লিউজি-কে দরপত্র জমা দিল আইসিসি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে জুটি বেঁধেই এই দরপত্র জমা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
BREAKING – ICC bids for Women's Cricket at the #Birmingham2022 Commonwealth Games! @birminghamcg22
'Cricket and the Commonwealth are inextricably linked and almost perfectly aligned' – ICC CEO David Richardson.
DETAILS ⬇️https://t.co/1l3PguVZf1pic.twitter.com/2Ivf0gY8kz
— ICC (@ICC) November 26, 2018
অতীতে ১৯৯৮ সালে একবারই কমনওয়েলথে পুরুষদের ক্রিকেটরাখা হয়েছিল। সেবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে খেলা হয়েছিল। লিস্ট-এ স্ট্যাটাস দেওয়া হয়েছিল ইভেন্টটিকে। পোডিয়ামে প্রথম স্থান অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যথাক্রমে দু’ই ও তিন নম্বরে শেষ করেছিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, যে, ক্রিকেট অনুপ্রাণিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নের কথা ভেবেই তারা কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত করার কথা ভেবেছে। আইসিসি বিষয়টিকে গ্লোবাল স্ট্র্যাটেজি হিসেবেই দেখছে।
আরও পড়ুন: ক্রিকেট-জুয়ায় এক নম্বরে ভারত, জানিয়ে দিল আইসিসি
আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন জানিয়েছেন যে, কমনওয়েলত আর ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ক্রিকেটের ৯১০ মিলিয়ন ফ্যানের সঙ্গে আরও এক বিলিয়নের বেশি প্রাপ্তবয়স্ক ফ্যানের সংযোজন হবে। এ ব্যাপারে রিচার্ডন বললেন, “মহিলা ক্রিকেট ও কমনওয়েলথের মধ্যে একটা নয়া পার্টনারশিপ হলে দু’টি সংগঠনই অঙ্গীকারবদ্ধ হবে মহিলাদের খেলার উন্নয়নের জন্য়। এর ফলে সকল কমনওয়েলথের মধ্যে মহিলাদের স্পোর্টসের প্রতি আরও ভাল সমতা ও স্বচ্ছতার সমন্বয় সাধন হবে।”
আগামী বছর এই লন্ডনেই বসবে ক্রিকেট বিশ্বকাপ। বাইশ গজে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে দশ দেশ। ইংল্যান্ড ও ওয়েলস, এই দুই দেশ যৌথ ভাবে আয়োজন করছে ক্রিকেট কার্নিভালের। আগামী ৩০ মে লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওদিনই শুরু হচ্ছে বিশ্বকাপ। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। জুলাইয়ের ১৪ তারিখ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেট মক্কা লর্ডসে।