Advertisment

ICC T20I Rankings: আইসিসির লিস্টে সেরার সম্মান হার্দিককে! ভারতের মুখ উজ্জ্বল করলেন জোড়া সেঞ্চুরিয়ন তিলক ভার্মাও

ICC T20I Ranking Update: টিম ইন্ডিয়া তারকা হার্দিক পান্ডিয়ার মুকুটে যোগ হল নতুন পালক। বিশ্বের সেরা অলরাউন্ডারের মর্যাদা পেলেন তিনি। তিলক ভার্মা ব্যাটারদের মধ্যে শীর্ষ তিনে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Hardik Pandya, হার্দিক পান্ডিয়া

Hardik Pandya: আইসিসির শীর্ষ অলরাউন্ডার এখন হার্দিক পান্ডিয়া (বিসিসিআই)

ICC t20I Latest ranking: আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন হার্দিক পান্ডিয়া। সদ্য প্রকাশিত আইসিসির ব়্যাঙ্কিংয়ে একনম্বর অলরাউন্ডার হয়েছেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে হার্দিক তিন নম্বরে ছিলেন- ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র আইরির পর।

Advertisment

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হার্দিক ৩৯ রানে নট আউট ছিলেন। সিরিজের চতুর্থ ম্যাচে আবার হার্দিকের ৮/১ স্পেল ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছে। এই নিয়ে দ্বিতীয়বার হার্দিক অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করলেন।

টি২০ বিশ্বকাপের পর প্ৰথমবার হার্দিক সেরা অলরাউন্ডারের তালিকায় উঠে এসেছিলেন। হার্দিক ছাড়াও ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তিলক ভার্মার। একই সিরিজে পরপর দুটো সেঞ্চুরি করার পর ৬৯ ধাপ উঠেছেন তিনি। চলে এসেছেন তিন নম্বরে।

দ্বিপাক্ষিক সিরিজে ব্যাট হাতে মারকাটারি পারফরম্যান্স-এর পর তিলককে সিরিজের সেরা বাছা হয়েছে। টি২০-র ব্যাটারদের মধ্যে শীর্ষ দুই স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং ইংল্যান্ডের ফিল সল্ট। আপাতত তিলক তিন নম্বরে উঠে আসায় ভারতীয়দের মধ্যে ব়্যাঙ্কিংয়ে সেরা তিনিই।

সূর্যকুমার যাদব একধাপ নেমে গিয়ে দাঁড়িয়েছেন চার নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু স্যামসনও। তাঁর উন্নতি হয়েছে ১৭ ধাপ। টি২০-র ব্যাটারদের মধ্যে তিনি রয়েছেন ২২ নম্বরে।

টি২০ বোলারদের মধ্যে সবথেকে বেশি উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার জাম্পা এবং নাথান এলিসের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের সুবাদে অর্শদীপ সিং তিন ধাপ এগিয়ে রয়েছেন নয় নম্বরে। 

READ THE FULL ARTICLE IN ENGLISH

ICC Ranking ICC Hardik Pandya Cricket News Sanju Samson Tilak Varma
Advertisment