ICC Announces Fixtures for Mens and Womens T20: প্রতীক্ষার অবসান। ২০২০ টি ২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেটের শো পিস ইভেন্টে বিরাট কোহলির টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ টু-তে। ভারতের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে। থাকবে আরও দু’টি কোয়ালিফায়ার দল। ২০২০-র ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বিরাটদের।
এই প্রথমবার পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপ একই বছর একই দেশে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের মহিলা দল ২০২০-র ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে প্রথম ম্যাচ খেলবে। মিতালি-হরমনপ্রীতরা রয়েছেন গ্রুপ-এ-তে। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি কোয়ালিফায়ার দল থাকবে।
আরও পড়ুন: ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি
২০২০-র ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২৫ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। আয়োজক দেশ অস্ট্রেলিয়া সুপার টুয়েলভে ব্লকব্লাস্টার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সিডনিতে। পুুরুষদের প্রথম সেমিফাইনালটি ১১ নভেম্বর সিডনিতে খেলা হবে। অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৫ নভেম্বর এমসিজি-তে পুরুষদের ফাইনাল ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলাদের ফাইনালটি অনুষ্ঠিত হবে।
It's now over to the men's! Here are the groups for the first round and Super 12 of the @ICC Men's #T20WorldCup 2020! pic.twitter.com/JBhCkXkUmx
— ICC T20 World Cup (@T20WorldCup) January 28, 2019
আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে নয় ও দশ নম্বরে শেষ করা শ্রীলঙ্কা ও বাংলাদেশ ইতিমধ্যেই এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কোয়ালিফায়ার দল হিসেবে অংশ নিচ্ছে। গিলং ও হোবার্টে অক্টোবর ১৮-২৩ পর্যন্ত এই ম্যাচগুলো হবে। ২০১৯-এ কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে বাকি ছ’টি দল চূড়ান্ত হবে। মোট চারটি দল সুপার টুয়েলভ পর্যায় খেলবে। প্রথম রাউন্ডে গ্রুপ এ ও গ্রুপ বি থেকে দু’টি করে দল থাকবে। মহিলাদের টুর্নামেন্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে।
২০২০ টি-২০ বিশ্বকাপে ভারতীয় পুরুষ দলের সূচি
সুপার টুয়েলভ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পার্থ, ২৪ অক্টোবর, ২০২০
সুপার টুয়েলভ: ভারত বনাম এ টু কোয়ালিফায়ার, এমসিজি, মেলবোর্ন, ২৯ অক্টোবর, ২০২০
সুপার টুয়েলভ: ভারত বনাম ইংল্যান্ড, এমসিজি, ১ নভেম্বর, ২০২০
সুপার টুয়েলভ: ভারত বনাম বি ওয়ান কোয়ালিফায়ার, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, ৫ নভেম্বর
সুপার টুয়েলভ: ভারত বনাম আফাগানিস্তান, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি, ৪ নভেম্বর , ২০২০
২০২০ টি-২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, স্পটলেস স্টেডিয়াম, সিডনি, ২১ ফেব্রুয়ারি, ২০২০
ইন্ডিয়া বনাম কোয়ালিফায়ার, ওয়াকা, পার্থ. ২৪ ফেব্রুয়ারি, ২০২০
ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, জাংশন ওভাল, মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি, ২০২০