জুনেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান মুলুকে বসছে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। সেই মেগা ইভেন্টের মার্কি ম্যাচ ভারত বনাম পাকিস্তান হবে নিউ ইয়র্কে। এমনটাই জানিয়েছে, ব্রিটিশ প্রচারমাধ্যম 'দ্যা গার্ডিয়ান'। সেই প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের শহরতলির পপ-আপ স্টেডিয়ামে হবে বসবে ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধের আসর। এর জন্য ৩৪ হাজার দর্শক আসন বিশিষ্ট অস্থায়ী স্টেডিয়ামে তৈরি করা হবে।
কেন নিউ ইয়র্কে বসছে মেগা ম্যাচের আসর। তার ব্যাখ্যাও মিলেছে। সাম্প্রতিক জনগণনা অনুযায়ী, এই শহরে ৭ লক্ষ ১১ হাজার ভারতীয় এবং ১ লক্ষ পাকিস্তানি বংশোদ্ভূত বসবাস করেন। দিল্লি এবং নিউইয়র্কের সময়ের ব্যবধান সাড়ে দশ ঘন্টা। তবে এমন কিছু সময়ে ম্যাচ আয়োজন করা হবে, যাতে ভারতীয় দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারেন।
বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটে ভেন্যু বাছাই করা হয়েছে- ফ্লোরিডার সেন্ট্রাল ব্রডওয়ার্ড পার্ক, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম এবং ম্যানহাটনের ডাউনটাউন থেকে ২৫ মাইল দূরের লং আইল্যান্ডের আইজেনওয়ার পার্ক।
১২০ বছর পর অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে থাকছে ক্রিকেট। আইপিএলের সাফল্যের জন্য ক্রিকেটের অলিম্পিকে জায়গা পাওয়া অনেক সহজ হয়েছে। গোটা বিশ্বজুড়ে টি২০ ফরম্যাটের সার্বিক জনপ্রিয়তার অন্যতম ফ্যাক্টর আইপিএল। সেই কারণেই অলিম্পিকে ক্রিকেটের প্রবেশ মসৃণ হয়েছে। এর আগে ৫০ ওভারের ম্যাচের সময়-দীর্ঘতার কারণে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
২০১৭-য় লস এঞ্জেলস যখন অলিম্পিকের দায়িত্ব পায় তখন ক্রিকেটকে সম্ভাব্য অলিম্পিক-স্পোর্টসের স্বল্প বাছাইয়ে জায়গা করে নিয়েছিল।