ICC t20 World Cup tickets for India Pakistan match sold out within few hours Sports: কাউন্টার খুলতেই টিকিট শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বড় আপডেট ICC-র | Indian Express Bangla

কাউন্টার খুলতেই টিকিট শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বড় আপডেট ICC-র

মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র পাঁচ ঘন্টার মধ্যে। ভারত এই বছরেই খেলবে পাকিস্তানের বিপক্ষে।

কাউন্টার খুলতেই টিকিট শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বড় আপডেট ICC-র

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই ভারত-পাকিস্তান ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আইসিসি টুর্নামেন্টে দুই দলের মহারণ দেখার জন্য। অতিমারীর কারণে ২০২০-এ টি২০ বিশ্বকাপ পিছিয়ে যায় ২০২১-এ। ২০২১-এ টি২০ বিশ্বকাপের পরে ২০২২-এও দুই দল মুখোমুখি হবে মেগা টুর্নামেন্টে।

২০২১-এ পাকিস্তান ভারতকে পর্যুদস্ত করে জয়লাভ করেছিল। যদিও সেমিফাইনালে পাকিস্তান শেষমেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয়। ভারত আপাতত আসন্ন কুড়ি কুড়ি বিশ্বকাপে প্রতিশোধের জন্য যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনই সমর্থকরা নিশ্চিত করে ফেললেন, স্টেডিয়ামের একটা আসনও যাতে ফাঁকা না পড়ে থাকে।

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ, তবু সূর্যকুমারকে স্লেজ করলেন পোলার্ড! ম্যাচের শেষে প্রকাশ্যে ঘটনা

আইসিসি কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু করেছে। আর মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই তা নিঃশেষিত হয়ে গেল। মাত্র পাঁচ ঘন্টার মধ্যে ইন্দো-পাক ম্যাচের টিকিট শেষ।

আইসিসি সরকারি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, “আইসিসির অফিসিয়ালি ট্যুরস এন্ড ট্র্যাভেল প্রোগ্রামের মাধ্যমে টিকিট বিক্রি চালু রয়েছে। এছাড়াও ওয়েটলিস্টের যুক্ত হয়ে ইমেল আপডেটে নির্দিষ্ট কিছু ম্যাচের টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে জানতে পারেন। ভারত-পাক ম্যাচের টিকিট ইতিমধ্যেই নিঃশেষিত হয়ে গিয়েছে।”

আরও পড়ুন: BCCI-এর আর্থিক দৈন্যতায় ত্রাতা! কনসার্টে গেয়ে বিশ্বকাপজয়ী কপিলদের পুরস্কারের ব্যবস্থা লতার

২০২১-এ শোচনীয় পারফর্ম করার পরে টিম ইন্ডিয়া আপাতত নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে তৈরি। পাকিস্তান ম্যাচ তো বটেই বহুদিন পরে আইসিসি টুর্নামেন্ট জিততে মরিয়া মেন ইন ব্লু-রা। শেষবার ভারত ২০১৩-য় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপরে ২০১৭-য় চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৪-য় টি২০ ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছলেও ভারত ট্রফি জেতেনি। ২০২১-এ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত হেরে বসেছিল নিউজিল্যান্ডের কাছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতের আইসিসি ট্রফি খরা কাটে কিনা, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Icc t20 world cup tickets for india pakistan match sold out within few hours

Next Story
অমিত কুমারের সঙ্গে লতার ডুয়েট ইস্টবেঙ্গল মাঠে! এখনও অমলিন লাল-হলুদ সেই স্মৃতি