Advertisment

সূচি মেনেই বিশ্বকাপ বলছে আইসিসি, ক্রিকেট মহলে আশঙ্কা বাড়ছেই

গোটা বিশ্বের মতোই করোনার থাবা এসে পড়েছে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যেই ৫৭৮৮ জন সেদেশে করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ৩৯ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
করোনা হানায় বিধ্বস্ত ক্রীড়াবিশ্ব। একের পর এক মেগা টুর্নামেন্ট বাতিলের খাতায়। আইপিএল নিয়ে সংশয়ের মাত্রা প্রতিদিনই বাড়ছে। এমন অবস্থায় টি ২০ বিশ্বকাপের ভবিষ্যৎ কী! সমর্থকদের আশ্বস্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি অবশ্য জানিয়ে দিচ্ছে, নির্ধারিত সূচি মেনেই কুড়ি কুড়ি বিশ্বকাপ আয়োজিত করা হবে।
Advertisment
চলতি বছরে অক্টোবরের ১৮ থেকে নভেম্বরের ১৫ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা। কিছুদিন আগেই মহিলাদের টি২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে অস্ট্রেলিয়া। তবে করোনা কাণ্ড প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে পুরুষদের বিশ্বকাপের উপর।
গোটা বিশ্বের মতোই করোনার থাবা এসে পড়েছে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যেই ৫৭৮৮ জন সেদেশে করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ৩৯ জন। গোটা বিশ্বে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন মারণ রোগে। তারপরেই সীমান্ত বন্ধ করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
তারপরেই শঙ্কা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। সীমান্ত বন্ধ করার অর্থ কোনো বিদেশি এই সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না। ৬ মাসের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফর হওয়ার কথা।
আইসিসি অবশ্য এই আশংকা উড়িয়ে প্রেস বিবৃতিতে জানিয়েছে, "করোনা সংকটের সময় বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি গোটা ব্যবস্থা পর্যালোচনা করে দেখছে। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৭টা ভেন্যুতে খেলা হবে। আপাতত নির্ধারিত সূচি মেনেই আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে।"
ক্রিকেট মহলের একাংশের ব্যাখ্যা, পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে এই টুর্নামেন্ট বাতিলের পথে হাঁটতে হবে আইসিসিকে। কিছু দিন আগেই গুজব ছড়িয়েছিল আইসিসি এই টুর্নামেন্ট ২০২২ এ পিছিয়ে দিতে চলেছে। ঘটনা হলো, পরের বছরেই ভারতে টি ২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা। তাই বছর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না হলে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য ২০২২ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
cricket ICC
Advertisment