Team India in ICC XI: আইসিসির তরফে মঙ্গলবার-ই বর্ষসেরা দল ঘোষণা করে দেওয়া হল। তিন ফরম্যাটের সেরা একাদশ বেছে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে তিন ফরম্যাটের একটিতেও জায়গা হয়নি কোনও বাংলাদেশি তারকার। সাকিব আল হাসানের মত অলরাউন্ডারকে রিজার্ভ প্লেয়ার হিসাবেও রাখা হয়নি।
অন্যদিকে, ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হলেও তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। এছাড়াও একদিনের সেরা এগারোয় রয়েছেন আরও পাঁচ ভারতীয় তারকা- বিরাট কোহলি, শুভমান গিল এবং পেস জুটি মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং চায়নাম্যান কুলদীপ যাদব।
আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার
গত বছর ওয়ানডেতে রোহিত ৫২ এভারেজ নিয়ে ১২৫৫ রান করেছেন। শুভমান গিল নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্ধর্ষ ২০৮ হাঁকিয়েছিলেন। এছাড়াও এই ফরম্যাটে ১৫৮৪ রান করে বছরের সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন। কোহলি ওয়ানডেতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী- ১৩৩৭ রান। বছর জুড়ে ছয়টা সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি। ওয়ানডেতে সবথেকে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানোর নিরিখে কোহলি পেরিয়ে গিয়েছেন শচীন তেন্ডুলকারকে। বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন তিনি।
ওয়ানডের মত আইসিসির বর্ষসেরা টেস্ট দলে অবশ্য বেশি ভারতীয়র প্রতিনিধিত্ব নেই। রয়েছেন মাত্র দুজন- অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের ক্যাপ্টেন অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্স।
বর্ডার গাভাসকার সিরিজে বর্ষীয়ান অশ্বিন সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। চার ম্যাচে ২৫ উইকেট তুলে নিয়েছিলেন। জাদেজা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্ধর্ষ খেলেছিলেন। চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৮ করেন। যদিও ভারতের পরাজয় আটকাতে পারেননি তিনি।
টি২০-র বর্ষসেরা আইসিসি একাদশে রয়েছেন তিনজন ভারতীয়- যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব এবং রবি বিশ্নোই। সূর্যকুমার টিম ইন্ডিয়ার টি২০ স্কোয়াডে সম্প্রতি অধিনায়ক হয়েছিলেন। ১৮ ম্যাচে ৭৩৩ রান করেছেন তিনি, ১৫৫.৯৫ স্ট্রাইক রেট নিয়ে। আইসিসির টি২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিনিই শীর্ষে।
আইসিসির বর্ষসেরা মহিলাদের ওয়ানডে একাদশে কোনও ভারতীয় জায়গা পাননি। টি২০ একাদশে রয়েছেন মাত্র একজন- দীপ্তি শর্মা।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (পুরুষ):
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্ল্যাসেন (উইকেটকিপার), মার্কো জ্যানসেন, এডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি
আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ (পুরুষ):
উসমান খোয়াজা, দ্বিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্র্যাভিস হেড, রবীন্দ্র জাদেজা, আলেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), আর অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড
আইসিসির বর্ষসেরা টি২০ একাদশ (পুরুষ):
যশস্বী জয়সোয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), মার্ক চ্যাপম্যান, সিকান্দার রাজা (জিম্বাবোয়ে) অল্পেশ রামজানি (উগান্ডা), রিচার্ড নাগাভারা (জিম্বাবোয়ে), অর্শদীপ সিং