থামানো যাচ্ছে না কোহলিকে, ফের একনম্বরে

চোট সারিয়ে একদিন আগেই টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরা। তিনি বোলিং তালিকায় ৭৯৪ পয়েন্ট ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। নয় ও দশ নম্বর স্থান ধরে রেখেছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৭৭২) ও মহম্মদ শামি (৭৭১)।

চোট সারিয়ে একদিন আগেই টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরা। তিনি বোলিং তালিকায় ৭৯৪ পয়েন্ট ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। নয় ও দশ নম্বর স্থান ধরে রেখেছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৭৭২) ও মহম্মদ শামি (৭৭১)।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

ইডেনে বিরাট (বিসিসিআই)

অপ্রতিরোধ্য বিরাট কোহলি। টেস্টের ক্রমতালিকায় নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। বুধবারেই আইসিসির টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। সেখানে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে র‌্যাঙ্কিংয়ে অবশ্য নেমে গিয়েছেন। কোহলির অর্জিত রেটিং পয়েন্ট ৯২৮। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের (৯১২) থেকে অনেকটাই এগিয়ে কোহলি।

Advertisment

পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন পূজারা। তাঁর পয়েন্ট ৭৯১। দু-ধাপ নেমে গিয়ে পূজারা আপাতত নবম স্থানে। তাঁর পয়েন্ট ৭৫৯।

Advertisment

আরও পড়ুন ‘দেশদ্রোহী’দের সমর্থন মঞ্জরেকরের! পাল্টা আক্রমণ মোদীর সোনাজয়ী ‘সৈনিকের’

চোট সারিয়ে একদিন আগেই টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরা। তিনি বোলিং তালিকায় ৭৯৪ পয়েন্ট ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। নয় ও দশ নম্বর স্থান ধরে রেখেছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৭৭২) ও মহম্মদ শামি (৭৭১)।

আরও পড়ুন কেকেআর তারকায় মজেছেন কোহলি! বিশ্বকাপ জিততে বড় ভরসা ক্যাপ্টেনের

ব্যাট হাতে তুখোড় ফর্মে রয়েছেন মার্নাস লাবুশানে। ব্যাট করতে নামলেই স্কোরবোর্ডে ইচ্ছেমতো রান তুলছেন। শতরান করেছেন পরপর। তিনি কেরিয়ারের সেরা তিন নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও লাবুশানে দুই ইনিংসে করেছেন ২১৫ ও ৫৯। কিউয়ি সিরিজে তিনি অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বোচ্চ রান করেছেন, ৫৪৯। তার আগের সিরিজেই লাবুশানে পাকিস্তানের বিরুদ্ধে ৮৯৬ রান করেছিলেন।

বোলারদের মধ্যে যথারীতি একনম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার প্যাট কামিন্স। ৯০৪ পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে নীল ওয়াগনার (৮৫২) ও জেসন হোল্ডার (৮৩০)।

Read the full article in ENGLISH

Virat Kohli ICC Ranking