Advertisment

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: উত্তরণ পৃথ্বী-পন্থের, প্রথম পঁচিশে উমেশ যাদব

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নজর কেড়েছেন ভারতের তিন ক্রিকেটার। ঋষভ পন্থ ও পৃথ্বী শ ব্য়াট হাতে শাসন করেছেন ক্যারিবিয়ান বোলারদের। অন্যদিকে দলের পেসার উমেশ যাদবও দুরন্ত বোলিং করেছেন এই সিরিজে।

author-image
IE Bangla Web Desk
New Update
TEAM INDIA

সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়া (ছবি-টুইটার)

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নজর কেড়েছেন ভারতের তিন ক্রিকেটার। তরুণদের মধ্যে ঋষভ পন্থ ও পৃথ্বী শ ব্য়াট হাতে শাসন করেছেন ক্যারিবিয়ান বোলারদের। অন্যদিকে দলের পেসার উমেশ যাদবও দুরন্ত বোলিং করেছেন এই সিরিজে। পৃথ্বী-পন্থ-যাদবরা ভাল পারফরম্যান্সের দাম পেলেন। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে উত্তরণ হয়েছে পৃথ্বী-পন্থের।  টেস্টের প্রথম পঁচিশে বোলারদের তালিকায় এসেছেন উমেশ যাদব।

Advertisment

রাজকোট টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন পৃথ্বী। তখনই চলে এসেছিলেন ৭৩ নম্বরে। এরপর দ্বিতীয় টেস্টে ৭০ ও ৩৩ রান করার সুবাদে তিনি আরও এগোলেন। এই মুহূর্তে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৬০ নম্বরে রয়েছেন পৃথ্বী। অন্যদিকে পন্থ দু’টি টেস্টেই আট রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৯২ রানে থেমে গিয়েছিল তাঁর ব্যাট। পন্থ ২৩ ধাপ এগিয়ে এসেছেন ৬২ নম্বরে। পৃথ্বী আর পন্থের মাঝে অস্ট্রেলিয়ার ম্যাট রেনেশঁ। ৬১ নম্বরে তিনি। পন্থ সিরিজ শুরুর আগে প্রথম একশোর মধ্যেও ছিলেন না। ১১১ নম্বরে ছিলেন তিনি। অন্যদিকে তৃতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে দেশের মাটিতে যাদব ১০টি টেস্ট উইকেট নিয়েছেন ।  এই পারফরম্যান্সের সুবাদে টেস্টের প্রথম পঁচিশে বোলারদের তালিকায় এলেন তিনি।

আরও পড়ুন: উমেশ অস্ত্রে নিজামের শহরে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ ভারতের

অন্যদিকে ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডার সব বিভাগেই এগিয়েছেন। ভারতের প্রথম ইনিংয়ে ৫৬ রানে পাঁচ উইকেট নেওয়া হোল্ডার চার ধাপ এগিয়েছেন  বোলারদের তালিকায়। কেরিয়ারের সেরা  র‌্যাঙ্কিংয়ে এসেছেন তিনি। ন নম্বরে আছেন হোল্ডার। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার সুবাদে হোল্ডার ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন। ৫৩ নম্বরে তিনি। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডারকে সরিয়ে টেস্টের তিন নম্বর অলরাউন্ডারের জায়গায় এসেছেন তিনি। চারে নেমে এসেছেন ফিল্যান্ডার। ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ প্রথম টেস্টে সেঞ্চুরির সুবাদে ১০ ধাপ এগিয়েছেন। ব্যাটসম্যানদের তালিকায় ৩১ নম্বরে তিনি। অন্যদিকে শাই হোপ পাঁচ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে।

এই সিরিজ জয়ের পর ভারত এক পয়েন্ট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এক পয়েন্ট খুইয়েছে। কিন্তু সার্বিক দলীয় র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন আসেনি।

১) ভারত-১১৬ পয়েন্ট

২) দক্ষিণ আফ্রিকা-১০৬ পয়েন্ট

৩) অস্ট্রেলিয়া-১০৬ পয়েন্ট

৪) ইংল্যান্ড-১০৫ পয়েন্ট

৫) নিউজিল্যান্ড-১০২ পয়েন্ট

৬) শ্রীলঙ্কা-৯৭ পয়েন্ট

৭) পাকিস্তান-৮৮ পয়েন্ট

৮) ওয়েস্ট ইন্ডিজ-৭৬ পয়েন্ট

৯) বাংলদেশ- ৬৭ পয়েন্ট

১০) জিম্বাবোয়ে-১০ পয়েন্ট

Advertisment