বিশ্বে করোনার সংক্রমণ বাড়ছেই। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে ঘাতক ভাইরাসের জন্য। এমন অবস্থায় টি২০ বিশ্বকাপ স্থগিত করা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়ে দেওয়া হলো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে।
গোটা বিশ্বের মতোই করোনার থাবা এসে পড়েছে অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যেই ৭০০০ জন সেদেশে করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ৭০ জন। গোটা বিশ্বে দেড় লাখেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন মারণ রোগে। তারপরেই সীমান্ত বন্ধ করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
করোনার মোকাবিলায় ৬ মাসের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তারপরেই বছরের শেষ দিকে বিশ্বকাপ টি২০ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
সীমান্ত বন্ধ করার অর্থ কোনো বিদেশি এই সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না। ৬ মাসের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ কথা।
আইসিসির এক কর্তা স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, "আইসিসি ইভেন্টের সূচি অনুযায়ী আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে বর্তমানে প্রতিকূল পরিস্থিতিতে আমরা সমস্ত সম্ভবনাই খতিয়ে দেখছি।"
পাশাপাশি তিনি আরো জানাচ্ছেন, "বিশেষজ্ঞ, অস্ট্রেলীয় সরকারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সঠিক সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ টুর্নামেন্ট স্থগিত করে রাখার কথা বলেছেন। আলান বর্ডার থেকে গ্লেন ম্যাক্সওয়েলের মত তারারা এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের কোনো সম্ভবনাই দেখছেন না। যদিও আলেক্স কারী, সাইমন কাটিচরা দেরিতে হলেও টুর্নামেন্ট খেলার বিষয়ে আশাবাদী।